
সুকমল চন্দ্র বর্মন (পিমল) ,জেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটের কালাই উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে ১৭ই মে ২০২৫ শনিবার সকাল সাড়ে ১০ টায় অত্র উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় চত্বরে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ- গোষ্টির আর্থ সামাজিক ও জীবন মনোনয়নের লক্ষ্যে সমম্বিতপ্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের নির্বাচিত সুফল-ভোগীদের মাঝে হৃষ্টপুষ্ট করনের জন্য বাড়ন্ত ষাড় বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি কালাই উপজেলা নির্বাহী অফিসার শামীমা আক্তার জাহানের মাধ্যমে ক্ষুদ্র নৃ- গোষ্টি সুফল-ভোগীদের মাঝে বাড়ন্ত ষাড় বিতরণ কালে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মহোদয় ষাড়কে যত্ন সহকারে পালার সু -পরামর্শ দেন।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ অরুণ চন্দ্র রায়। অন্যান্যর মধ্যে থেকে এ সময় উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাক্তার মনিরুজ্জামান ও কর্মচারীগণ এছাড়াও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।