, রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কলমাকান্দায় স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যা। কলমাকান্দায় ১৭ বছর পর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত। ময়মনসিংহে মৃত্তিকার বিভাগীয় কার্যালয় ও গবেষণাগার উদ্বোধন করেন মহাপরিচালক। আগের আমলের সেই মাফিয়াদেরকে একটি রাজনৈতিক দল প্রশ্রয় দিচ্ছে : নাহিদ ইসলাম।  অস্বাভাবিক গরমে ভুগছেন সারাদেশের মানুষ। আপনার ফোনে কোন ভার্সনের LMC বা GCam সাপোর্ট পাবে এবং কিভাবে সেই ভার্সন ডাউনলোড করবেন অতি সহজেই তা দেখে নিন!! জামালপুর সদর পৌরসভার ৮নং ওয়ার্ড দাপুনিয়া জলাশয়ে অর্ধগলিত অজ্ঞত’নামা এক মৃত দেহ উদ্ধার। নিখোঁজ যুবদল নেতা শামীমের পরিবারের পাশে ড. রফিকুল ইসলাম হিলালী।৩ দিনের মধ্যে খোঁজ না মিললে লাগাতার কর্মসূচির হুঁশিয়ারি। ঈশ্বরগঞ্জে গলাকেটে রাকিব হত্যা, মামাতো ভাইসহ অন্যান্য মামলার আসামী গ্রেপ্তার -৬। কেন্দুয়ায় নিখোঁজ যুবদল নেতা শামীম এর পরিবারের পাশে ডক্টর রফিকুল ইসলাম হিলালী।

ময়মনসিংহ ব্রিজে স্থায়ী মৃত্যু ফাঁদ যানজটে হিমশিম, প্রাণ যাচ্ছে রুগীর।

  • প্রকাশের সময় : ১১:৪২ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫
  • ৬৮ পড়া হয়েছে

প্রতিবেদন: মেহেদী হাসান,মিডিয়া প্রতিনিধি;

ময়মনসিংহ শহরের প্রাণকেন্দ্রবর্তী ব্রিজটি যেন আজ মৃত্যুর প্রতীক। প্রতিদিনের ন্যায় শনিবারও সকাল থেকে শুরু হয় তীব্র যানজট। চিত্রটা এতটাই ভয়াবহ যে, অ্যাম্বুলেন্স, ছাত্র, কর্মজীবী, এমনকি রিকশাওয়ালারা পর্যন্ত ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে বাধ্য হন।

ছবিতে দেখা যাচ্ছে, ট্রাকের ছাদে বসে মালামাল সামলাতে হচ্ছে শ্রমিকদের। হাঁটার পথেও নেমে এসেছে গাড়ির লাইন। পথচারীদের হাঁটার জায়গা সংকুচিত হয়ে পড়েছে, আর অসুস্থ মানুষদের নিয়ে ছুটে চলা গাড়িগুলো যেন থমকে আছে মৃত্যুর প্রহর গুনে।

স্থানীয় বাসিন্দা দীপক জানিয়েছেন, প্রতিদিন এভাবে দাঁড়িয়ে থাকতে থাকতে জীবন থেমে যাচ্ছে। এক বৃদ্ধ রোগী কালই মারা গেলেন, অ্যাম্বুলেন্স ব্রিজ পার হতে পারেনি।

জনগণের প্রশ্ন: এই ব্রিজ কি শুধুই যানবাহনের লাশ বয়ে নেওয়ার জন্য তৈরি?

এই অবস্থা থেকে মুক্তির জন্য এলাকাবাসী প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন। তারা চান:

বিকল্প রুট ও ওভারপাসের পরিকল্পনা

সুনির্দিষ্ট সময়সীমায় পণ্যবাহী ট্রাক চলাচলে নিষেধাজ্ঞা

অতিরিক্ত ট্রাফিক পুলিশ মোতায়েন,

এই ব্রিজ যেন আর কোনো মায়ের বুক খালি না করে, কোনো রোগীকে মৃত্যুর দিকে না ঠেলে দেয়। এখনই সময়, ব্যর্থতার দায় স্রেফ যানবাহনের নয়, প্রশাসনিক অদক্ষতারও।

চাই কার্য কর পদক্ষেপ, চাই এখনই।

 

জনপ্রিয়

কলমাকান্দায় স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যা।

ময়মনসিংহ ব্রিজে স্থায়ী মৃত্যু ফাঁদ যানজটে হিমশিম, প্রাণ যাচ্ছে রুগীর।

প্রকাশের সময় : ১১:৪২ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫

প্রতিবেদন: মেহেদী হাসান,মিডিয়া প্রতিনিধি;

ময়মনসিংহ শহরের প্রাণকেন্দ্রবর্তী ব্রিজটি যেন আজ মৃত্যুর প্রতীক। প্রতিদিনের ন্যায় শনিবারও সকাল থেকে শুরু হয় তীব্র যানজট। চিত্রটা এতটাই ভয়াবহ যে, অ্যাম্বুলেন্স, ছাত্র, কর্মজীবী, এমনকি রিকশাওয়ালারা পর্যন্ত ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে বাধ্য হন।

ছবিতে দেখা যাচ্ছে, ট্রাকের ছাদে বসে মালামাল সামলাতে হচ্ছে শ্রমিকদের। হাঁটার পথেও নেমে এসেছে গাড়ির লাইন। পথচারীদের হাঁটার জায়গা সংকুচিত হয়ে পড়েছে, আর অসুস্থ মানুষদের নিয়ে ছুটে চলা গাড়িগুলো যেন থমকে আছে মৃত্যুর প্রহর গুনে।

স্থানীয় বাসিন্দা দীপক জানিয়েছেন, প্রতিদিন এভাবে দাঁড়িয়ে থাকতে থাকতে জীবন থেমে যাচ্ছে। এক বৃদ্ধ রোগী কালই মারা গেলেন, অ্যাম্বুলেন্স ব্রিজ পার হতে পারেনি।

জনগণের প্রশ্ন: এই ব্রিজ কি শুধুই যানবাহনের লাশ বয়ে নেওয়ার জন্য তৈরি?

এই অবস্থা থেকে মুক্তির জন্য এলাকাবাসী প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন। তারা চান:

বিকল্প রুট ও ওভারপাসের পরিকল্পনা

সুনির্দিষ্ট সময়সীমায় পণ্যবাহী ট্রাক চলাচলে নিষেধাজ্ঞা

অতিরিক্ত ট্রাফিক পুলিশ মোতায়েন,

এই ব্রিজ যেন আর কোনো মায়ের বুক খালি না করে, কোনো রোগীকে মৃত্যুর দিকে না ঠেলে দেয়। এখনই সময়, ব্যর্থতার দায় স্রেফ যানবাহনের নয়, প্রশাসনিক অদক্ষতারও।

চাই কার্য কর পদক্ষেপ, চাই এখনই।