, শুক্রবার, ২৩ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কলমাকান্দায় সানমুন বহুমুখী সমবায় সমিতির ঈদ সামগ্রী ও শিক্ষা উপকরণ বিতরণ কেন্দুয়ায় নওপাড়া পাঁকাঘাট বড় পুকুরের পাড় ভেঙে সাধারণ মানুষের কয়েক লাখ টাকা ক্ষতি  রুপসায় দেড় কেজি গাজা সহ গ্রেফতার ২ জন। খুবিতে ২ কোটি ৫ লাখ টাকা গবেষণা অনুদানের চেক বিতরন।  তেরখাদায় ছয়মাস নেই মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, কার্যক্রমে স্থবিরতা।  কেন্দুয়ায় পানিতে ডুবে দ্বিতীয় শ্রেণির ছাত্রী নিধির মর্মান্তিক মৃত্যু। কেন্দুয়ায় রেনট্রি গাছে ঝুলন্ত অবস্থায় নারীর মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্ত। কেন্দুয়ায় গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষন জয়পুরহাটে এলজিইডিতে ঘুষ কেলেঙ্কারি  বিক্ষোভ, স্মারকলিপি প্রদান নির্মাণ কাজে পোড়ানো ইটের বিকল্প হিসাবে ব্লকের ব্যবহার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

কেন্দুয়ায় জমি বিরোধে রক্তাক্ত সংঘর্ষ, প্রাণ গেল যুবকের,আশঙ্কাজনক বড় ভাই

  • প্রকাশের সময় : ০৬:৪০ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫
  • ১৭২ পড়া হয়েছে

রেজুয়ান হাসান জয় মিডিয়া প্রতিনিধি :

নেত্রকোনার কেন্দুয়ায় জমি নিয়ে দীর্ঘদিনের পারিবারিক বিরোধ রূপ নিল রক্তাক্ত সংঘর্ষে। শনিবার সন্ধ্যায় কেন্দুয়া পৌরসভার আইথর এলাকায় সেনবাড়ি মোড়ে সংঘটিত এই ঘটনায় আবুল কালাম (৩০) নামে এক যুবক প্রাণ হারিয়েছেন এবং তাঁর বড় ভাই শাহ আলম (৪৫) মারাত্মকভাবে আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, জমির মালিকানা নিয়ে কেন্দ্র করে বহুদিন ধরেই কেন্দুয়া উপজেলার ব্রাহ্মণজাত গ্রামের আজিজুল হক (৫০) ও আইথর এলাকার আঃ হান্নানের (৫২) পরিবারের মধ্যে বিবাদ চলে আসছিল। পারিবারিকভাবে তারা মামাতো-ফুফাতো ভাই হলেও জমির ভাগবাটোয়ারা নিয়ে সম্পর্কে ফাটল ধরে বহু আগে।

সম্প্রতি সেনবাড়ি মোড় সংলগ্ন দুই কাঠা জমি বিক্রির উদ্যোগ নেন আজিজুল। ওই জমিটি আবুল কালামের ঘরের ঠিক পাশে হওয়ায় প্রথমে কালামকেই জমি কেনার প্রস্তাব দেওয়া হয়। তবে আর্থিক সংকটে থাকা কালাম কিছুদিন সময় চান। এরই মধ্যে কালামের চাচাতো ভাই জজমিয়া জমিটি কিনতে আগ্রহী হন এবং এক লক্ষ টাকা অগ্রিম দিয়ে জমি কেনার চুক্তি করেন। শুরু হয় তীব্র বাকবিতণ্ডা।

শনিবার বিকেলে উত্তেজনার পারদ চরমে ওঠে। অভিযোগ রয়েছে, আজিজুল এসে কালামের পরিবারের সঙ্গে তর্কে জড়ান, গাছ কেটে ফেলেন এবং গোয়ালঘর থেকে গরু ছেড়ে দেন। বিকেলের এই উত্তেজনার রেশ মেলেনি, সন্ধ্যার নামাজের ঠিক পরপরই সেনবাড়ি মোড়ে কালাম ও তার ভাই শাহ আলমকে অতর্কিতে কুপিয়ে জখম করা হয়। অভিযুক্তদের মধ্যে আজিজুল, তার ভাতিজা কিরন এবং আরও দুই অজ্ঞাত ব্যক্তি ছিলেন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে আবুল কালামের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়, তবে অতিরিক্ত রক্তক্ষরণে শেষরাতে সেখানেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে কেন্দুয়া থানার ডিউটি অফিসার এএসআই শহিদুল ইসলাম জানিয়েছেন, এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এলাকার পরিস্থিতি আপাতত শান্ত রয়েছে বলে জানান তিনি।

এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরো আইথর এলাকাজুড়ে। জমি নামক বিষবৃক্ষ আবারও কেড়ে নিল একটি প্রাণ, আরেকজন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন হাসপাতালে।

জনপ্রিয়

কলমাকান্দায় সানমুন বহুমুখী সমবায় সমিতির ঈদ সামগ্রী ও শিক্ষা উপকরণ বিতরণ

কেন্দুয়ায় জমি বিরোধে রক্তাক্ত সংঘর্ষ, প্রাণ গেল যুবকের,আশঙ্কাজনক বড় ভাই

প্রকাশের সময় : ০৬:৪০ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫

রেজুয়ান হাসান জয় মিডিয়া প্রতিনিধি :

নেত্রকোনার কেন্দুয়ায় জমি নিয়ে দীর্ঘদিনের পারিবারিক বিরোধ রূপ নিল রক্তাক্ত সংঘর্ষে। শনিবার সন্ধ্যায় কেন্দুয়া পৌরসভার আইথর এলাকায় সেনবাড়ি মোড়ে সংঘটিত এই ঘটনায় আবুল কালাম (৩০) নামে এক যুবক প্রাণ হারিয়েছেন এবং তাঁর বড় ভাই শাহ আলম (৪৫) মারাত্মকভাবে আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, জমির মালিকানা নিয়ে কেন্দ্র করে বহুদিন ধরেই কেন্দুয়া উপজেলার ব্রাহ্মণজাত গ্রামের আজিজুল হক (৫০) ও আইথর এলাকার আঃ হান্নানের (৫২) পরিবারের মধ্যে বিবাদ চলে আসছিল। পারিবারিকভাবে তারা মামাতো-ফুফাতো ভাই হলেও জমির ভাগবাটোয়ারা নিয়ে সম্পর্কে ফাটল ধরে বহু আগে।

সম্প্রতি সেনবাড়ি মোড় সংলগ্ন দুই কাঠা জমি বিক্রির উদ্যোগ নেন আজিজুল। ওই জমিটি আবুল কালামের ঘরের ঠিক পাশে হওয়ায় প্রথমে কালামকেই জমি কেনার প্রস্তাব দেওয়া হয়। তবে আর্থিক সংকটে থাকা কালাম কিছুদিন সময় চান। এরই মধ্যে কালামের চাচাতো ভাই জজমিয়া জমিটি কিনতে আগ্রহী হন এবং এক লক্ষ টাকা অগ্রিম দিয়ে জমি কেনার চুক্তি করেন। শুরু হয় তীব্র বাকবিতণ্ডা।

শনিবার বিকেলে উত্তেজনার পারদ চরমে ওঠে। অভিযোগ রয়েছে, আজিজুল এসে কালামের পরিবারের সঙ্গে তর্কে জড়ান, গাছ কেটে ফেলেন এবং গোয়ালঘর থেকে গরু ছেড়ে দেন। বিকেলের এই উত্তেজনার রেশ মেলেনি, সন্ধ্যার নামাজের ঠিক পরপরই সেনবাড়ি মোড়ে কালাম ও তার ভাই শাহ আলমকে অতর্কিতে কুপিয়ে জখম করা হয়। অভিযুক্তদের মধ্যে আজিজুল, তার ভাতিজা কিরন এবং আরও দুই অজ্ঞাত ব্যক্তি ছিলেন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে আবুল কালামের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়, তবে অতিরিক্ত রক্তক্ষরণে শেষরাতে সেখানেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে কেন্দুয়া থানার ডিউটি অফিসার এএসআই শহিদুল ইসলাম জানিয়েছেন, এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এলাকার পরিস্থিতি আপাতত শান্ত রয়েছে বলে জানান তিনি।

এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরো আইথর এলাকাজুড়ে। জমি নামক বিষবৃক্ষ আবারও কেড়ে নিল একটি প্রাণ, আরেকজন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন হাসপাতালে।