
নিজস্ব প্রতিনিধি;
দক্ষিণ এশিয়ার চিরচেনা বৈরী সম্পর্কের এক জটিল আবহে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবার দিলেন শান্তির বার্তা। ভারত-পাকিস্তান সম্পর্কের উত্তপ্ত আবহে তিনি দ্বিপাক্ষিক সংলাপের প্রস্তাব দিয়ে বলেছেন যুদ্ধ কোনো সমাধান নয়, বরং দুই দেশের মানুষই এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়।
শুক্রবার ইসলামাবাদে একটি রাষ্ট্রীয় অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী শরিফ বলেন, কাশ্মির সংকট ও পানি বণ্টনের মতো মৌলিক বিরোধগুলো সমাধান করে আমরা অর্থনীতি, সন্ত্রাস দমন ও আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে সামনে এগোতে পারি।
তিনি মনে করিয়ে দেন, অতীতে ভারত ও পাকিস্তান তিনবার যুদ্ধে জড়িয়েছে, যার ফলে অর্জনের চেয়ে বেশি হয়েছে মানবিক ও অর্থনৈতিক ক্ষয়ক্ষতি। পাকিস্তান সন্ত্রাসবাদে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ, বলেন তিনি, এদেশ হারিয়েছে ৯০ হাজার মানুষ ও শত শত বিলিয়ন ডলার।
সম্প্রতি ভারতীয় বাহিনীর অপারেশন সিঁদুরের পর পাকিস্তানের প্রতিক্রিয়ায় চালানো হয় অপারেশন বুনিয়ান উন মারসুস। সেই অভিযানের সফলতা উদযাপন করতেই এই আয়োজন। তবে বিজয়ের আনন্দে ভেসে যাওয়ার বদলে প্রধানমন্ত্রী শরিফ জানান, আমরা শান্তিপূর্ণ উপমহাদেশ চাই। যুদ্ধজয় নয়, শান্তিতে স্থায়ী সমাধান খুঁজছি।
তিনি আরও বলেন, যদি দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে বড় ধরনের সংঘাত হয়, তা পুরো উপমহাদেশের ১৬০ কোটি মানুষের অস্তিত্ব বিপন্ন করে তুলবে। পারমাণবিক যুদ্ধের পর কোন ইতিহাস লেখার মতো মানুষও বেঁচে থাকবে না।
বিশ্লেষকদের মতে, এই বক্তব্য পাকিস্তানের কূটনৈতিক অবস্থান পাল্টে শান্তির দিকেই আরও এক ধাপ এগিয়ে যাওয়ার ইঙ্গিত দেয়। এখন প্রশ্ন এই শান্তির ডাকের জবাবে ভারত কী প্রতিক্রিয়া দেখায়?
শান্তির ছায়া হয়তো এখনও দূরে, কিন্তু কথোপকথনের একটি সম্ভাবনা অন্তত আবার আলোচনার টেবিলে ফিরেছে।