
মো: শফিকুল ইসলাম, স্টাফ রিপোর্টার :
শনিবার রাতে প্রবল বজ্রপাতের কারণে নেত্রকোনার কলমাকান্দা উপজেলা সদরসহ বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। সঞ্চালন লাইনে নেত্রকোনা সদরের উলুয়াকান্দা এলাকায় ত্রু’টি দেখা দেওয়ায় উপজেলা সদর সহ বিভিন্ন এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
রোববার সারাদিন পল্লী বিদ্যুৎ সমিতির টেকনিক্যাল টিম মেরামতের কাজ চালিয়ে যায়। অবশেষে রোববার দিবাগত গভীর রাতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়।
দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় বৈদ্যুতিক মোটরচালিত পানির পাম্প বন্ধ হয়ে যায়, ফলে অনেক এলাকায় পানির তীব্র সংকট দেখা দেয়। একই সঙ্গে ফ্রিজের খাবার নষ্ট হয়ে যায় এবং মোবাইল ও ইন্টারনেট সেবা ব্যাহত হয়।