মো: শফিকুল ইসলাম, স্টাফ রিপোর্টার :
সুস্থ দেহ সুন্দর মন পরিষ্কার নগরী গড়তে প্রয়োজন জনসচেতনতা আর এই প্রতিপাদ্য কে সামনে রেখে বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে কলমাকান্দা বাজার পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেছে বিএনপির অঙ্গসংগঠন ও ব্যবসায়ী মালিক সমিতি।
সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা সদরের প্রধান বাজারে এ কার্যক্রম শুরু হয়।
কর্মসূচির উদ্বোধন করেন সদ্য নবগঠিত কলমাকান্দা বাজার ব্যবসায়ী মালিক সমিতি আহ্বায়ক মোঃ আলমগীর।
মালিকসমিতির যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান এরশাদ, চয়ন কান্তি নাগ ও ফয়সাল আহমেদ বাপ্পি, সদস্যসচিব মো. সেলিম রেজা এবং উপজেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিকদলের নেতৃবৃন্দ। এসময় ব্যবসায়ী মালিক সমিতির আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যবৃন্দ অংশ নেন ।
দিনব্যাপী কার্যক্রমে দীর্ঘদিন জমে থাকা বাজারের সড়ক, ড্রেন ও পাবলিক শেডে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করা হয়। এসময়
নেতারা বলেন, ‘স্বাস্থ্যসম্মত ও পরিচ্ছন্ন বাজার গড়ে তুলতে নিয়মিত এই কার্যক্রম চলমান থাকবে। ব্যবসায়ীরাও ভবিষ্যতে নিজেদের দোকানপাট পরিচ্ছন্ন রাখার প্রতিশ্রুতি দেন। বাজারের বিভিন্ন পয়েন্টে ময়লা ফেলার জন্য নিদিষ্ট বক্সের ব্যাবস্থা করা হয়েছে।