
সুকমল চন্দ্র বর্মন (পিমল), জেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটের কালাই উপজেলায় গ্রাম আদালত বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে এবং সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সহযোগিতায় এ প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে।
সোমবার, ১৯ মে ২০২৫ সকাল ৯টায় উপজেলা পরিষদ মিলনায়তনে “বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)” প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণের উদ্বোধন করেন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব শামীমা আক্তার জাহান।
১৯ ও ২০ মে এই দুই দিনব্যাপী প্রশিক্ষণে গ্রাম আদালত সংক্রান্ত বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা ও সচেতনতা বৃদ্ধি করা হয়। প্রশিক্ষণে বক্তব্য রাখেন কালাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফতেখার রহমান, ডিস্ট্রিক্ট ম্যানেজার রাজু কার রহমান রাজু, উপজেলা কো-অর্ডিনেটর (গ্রাম আদালত) বাদল চন্দ্র রায়, কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহফুজা খাতুন, যুব উন্নয়ন কর্মকর্তা আমিনুল ইসলাম এবং সমাজসেবা কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন।
প্রশিক্ষণে উপজেলার মাত্রাই, পুনট ও জিন্দারপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান এবং ইউপি সদস্যগণ অংশগ্রহণ করেন। তারা গ্রাম আদালতের কার্যক্রম আরও কার্যকর ও জনবান্ধব করার জন্য প্রাসঙ্গিক দিকনির্দেশনা পান।
উল্লেখ্য, গ্রাম আদালত প্রকল্পের মূল লক্ষ্য হলো গ্রামাঞ্চলের সাধারণ মানুষের ন্যায়বিচার প্রাপ্তি সহজ ও সাশ্রয়ী করা এবং স্থানীয় বিরোধ নিষ্পত্তির মাধ্যমে বিচার ব্যবস্থার ওপর চাপ হ্রাস করা।