রেজুয়ান হাসান জয়, নেত্রকোনা প্রতিনিধি;
গতকাল সোমবার, ১৯ মে ২০২৫, কেন্দুয়া সরকারি কলেজে বাংলা বিভাগ শিক্ষাবর্ষ ২০১৯-২০ এর শিক্ষা সমাপনী ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আনন্দঘন এই আয়োজনে কলেজ চত্বরে সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দুয়া সরকারি কলেজের সম্মানিত প্রিন্সিপাল জনাব সুব্রত নন্দি । এছাড়াও উপস্থিত ছিলেন বিভাগীয় প্রধান, বাংলা ডিপার্ট্মেন্ট জনাব হাফিজুর রহমান বুরহান এবং কলেজের বিভিন্ন বিভাগের সম্মানিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং সকল শিক্ষার্থী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনপ্রিয় উপস্থাপক মূসা বাঙালী।
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা। মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন বাংলা বিভাগের শিক্ষার্থীরা।গান, নৃত্য এবং নাট্যাংশ পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত ও স্মরণীয়।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল কেক কাটা পর্ব, যেখানে বিদায়ী শিক্ষার্থীদের সম্মানে একসাথে মিলিত হন সকলে। এই আয়োজনে কেন্দুয়া সরকারি কলেজ ছাত্র সংগঠনের নেতাকর্মীরাও অংশগ্রহণ করেন এবং বিদায়ী শিক্ষার্থীদের শুভকামনা জানান।
বাংলা বিভাগের এই বিদায় অনুষ্ঠান সকলের হৃদয়ে রেখে গেল এক অমলিন স্মৃতি। বিদায়ী শিক্ষার্থীদের জন্য রইল শুভকামনা।