মোঃ কাউছার পাটোওয়ারী সোনারগাঁ
প্রতিনিধি:-নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সম্মানদী ইউনিয়নের হরিহরদী লেদানদী এলাকার মো: আবুল কালামের ছেলে সিয়াম-(১৭) হরিহরদী এস এস উচ্চ বিদ্যালয় হতে এসএসসি পরীক্ষা দিয়েছেন।
তিনি গতকাল ১৯ই মে আনুমানিক দুপুর ২টায় থেকে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজের সময় সিয়ামের পরনে পাঞ্জাবি ছিল। তার উচ্চতা ৫ফিট ৩ ইঞ্চি , গায়ের রং শ্যামলা। এই বিষয়ে সোনারগাঁও থানায় সাধারণ ডায়েরি করার প্রস্তুতি চলছে । যদি কেউ সিয়ামের সন্ধান পেয়ে থাকেন তাহলে মোবাইল নম্বর জানাতে অনুরোধ করা হলো। 01611169151