, শুক্রবার, ২৩ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কলমাকান্দায় সানমুন বহুমুখী সমবায় সমিতির ঈদ সামগ্রী ও শিক্ষা উপকরণ বিতরণ কেন্দুয়ায় নওপাড়া পাঁকাঘাট বড় পুকুরের পাড় ভেঙে সাধারণ মানুষের কয়েক লাখ টাকা ক্ষতি  রুপসায় দেড় কেজি গাজা সহ গ্রেফতার ২ জন। খুবিতে ২ কোটি ৫ লাখ টাকা গবেষণা অনুদানের চেক বিতরন।  তেরখাদায় ছয়মাস নেই মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, কার্যক্রমে স্থবিরতা।  কেন্দুয়ায় পানিতে ডুবে দ্বিতীয় শ্রেণির ছাত্রী নিধির মর্মান্তিক মৃত্যু। কেন্দুয়ায় রেনট্রি গাছে ঝুলন্ত অবস্থায় নারীর মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্ত। কেন্দুয়ায় গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষন জয়পুরহাটে এলজিইডিতে ঘুষ কেলেঙ্কারি  বিক্ষোভ, স্মারকলিপি প্রদান নির্মাণ কাজে পোড়ানো ইটের বিকল্প হিসাবে ব্লকের ব্যবহার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

কেন্দুয়ায় নওপাড়া পাঁকাঘাট বড় পুকুরের পাড় ভেঙে সাধারণ মানুষের কয়েক লাখ টাকা ক্ষতি 

মোহাম্মদ সালাহ উদ্দিন, নেত্রকোনা জেলা ক্রাইম রিপোর্টারঃ

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার ৯নং নওপাড়া ইউনিয়নের নওপাড়া গ্রামের পাঁকাঘাট বড় পুকুরের পাড় ভেঙে যাওয়ায় সাধারণ মানুষের লক্ষ লক্ষ টাকা ক্ষতি সাধিত হচ্ছে।

২১ মে বুধবার বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়- নেত্রকোনার কেন্দুয়া উপজেলার ৯নং নওপাড়া ইউনিয়নের নওপাড়া গ্রামে অবস্থিত পাঁকাঘাট সংলগ্ন বড় পুকুরের পাড় (পুকুরে বেশি পানি থাকার কারণে এবং পুকুরে ফাংঘাস জাতীয় মাছ চাষ করায়) পুকুরের চারটি পাড় ভেঙে পাড়ের সাথে ফসলের জমি, বসবাস করার ভিটা/বাড়ি, বিভিন্ন ধরনের ফলের গাছ পানিতে তলিয়ে গিয়ে সাধারণ মানুষের লক্ষ লক্ষ টাকা ক্ষতি সাধিত হচ্ছে।

পুকুরের আয়তন প্রায় ৮ একর। উক্ত পুকুরের চারপাশে ২২টি পরিবার এর আওতায় রয়েছে। তাছাড়া নওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, নওপাড়া উচ্চ বিদ্যালয়ের স্হাপনা বাউন্ডারি ওয়াল তার গেসা।

এই অবস্থা চলতে থাকলে বর্ষা মৌসুমে চতুর্পাশের বাড়ি ঘর, গাছপালা ফসলি জমি তলিয়ে গিয়ে কোটি টাকার ক্ষতি সাধন হতে পারে।

যাদের ক্ষতি সাধন হচ্ছে তাদের মধ্যে অন্যতম

মুর্তুজ আলী, কেন্তু মিয়া,অস্তাল মিয়া উভয় পিতা- মৃত রঙ্গু মিয়া, সুকুমার সরকার পিতা- কিতীষ সরকার, সাগর পিতা সভেন্দ্র সরকার, হিরন পিতা- মৃত জব্বার, ফুল মিয়া পিতা-রমালী মিয়া, সিরাজ পিতা- মৃত সাগুব আলী, সুজিত পিতা অজিত, মতি পিতা- অজ্ঞাত, দিগু সরকার পিতা- মৃত গয়নাফ সর্ব সাং শ্রীধরপুর।

চান মিয়া,মাসুম,আসাদুল, শামসুল সর্ব পিতা- আবদুল রশিদ মুন্সি, মানিক চন্দ্র সরকার পিতা- নিবারন চন্দ্র সরকার সর্ব গ্রাম নওপাড়া।

এই ২২টি পরিবার অভিযোগ করে বলেন- আমরা এখন নদীর তীরের মানুষ হয়ে গেছি, ভানবাসী মানুষের মতো আমাদের অবস্থান, আমরা থেকেও নেই। এই বড় পুকুরের পাড় ভেঙে আমাদের জমি একাকার হয়ে গেছে, কাউকে কিছু বললে আমাদের সাসিয়ে যায়।

ভুক্তভোগী চান মিয়া অভিযোগ করে বলেন- এই পাকা ঘাঁট বড় পুকুরের ভাড়াটিয়া থাকা মাছ চাষীরা আমাদের বাড়ি দিয়ে চলাচল করে রামদা ভল্লম নিয়ে। কাউকে কিছু বললে মারধরের আশংকা থাকে তাই বলতেও ভয় পাই। তারা এই এলাকার ক্ষমতা ও প্রভাবশালী ব্যক্তি।

নওপাড়া ইউনিয়ন পরিষদ ১,২,৩ ওয়ার্ডের মহিলা ভাইস চেয়ারম্যান রাবিয়া খাতুন বলেন- খুব দুঃখ জনক ঘটনা, নদীর পাড়ের মানুষের মতো ওরা হয়ে গেছে। ওদের উচ্ছেদ করার অবস্থা হয়েছে।অতি দ্রুত পুকুরের পাড় মেরামত/সংস্কারে না হলে ওরা পথে বসিয়ে যাবে। আমি প্রশাসন সহ উদ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

নওপাড়া পাঁকাঘাট বড় পুকুরের ভাড়াটিয়া মাছ চাষী মোঃ লিটন মিয়া বলেন- এই ধরনের ঘটনা এই প্রথম হয়েছে। পাড় ভেঙে সাধারণ মানুষের ক্ষতি সাধন করে আমরা বড় হতে চাই না, আমি খুব দ্রুত মাছগুলো বিক্রি করে পাড় বেঁধে দেওয়ার চেষ্টা করবো।

এদিকে নওপাড়া উচ্চ বিদ্যালয়ে সভাপতি মোঃ মাইন উদ্দিন অভিযোগ করে বলেন- বড় পুকুরে চার পাশে অনেক জমি তলিয়ে যাচ্ছে, আমার প্রতিষ্ঠানের পাশে পাড়গুলো ভেঙে চৌচির হয়ে যাচ্ছে,আমি দ্রুত এর সমাধান চাই।

জনপ্রিয়

কলমাকান্দায় সানমুন বহুমুখী সমবায় সমিতির ঈদ সামগ্রী ও শিক্ষা উপকরণ বিতরণ

কেন্দুয়ায় নওপাড়া পাঁকাঘাট বড় পুকুরের পাড় ভেঙে সাধারণ মানুষের কয়েক লাখ টাকা ক্ষতি 

প্রকাশের সময় : ২৩ ঘন্টা আগে

মোহাম্মদ সালাহ উদ্দিন, নেত্রকোনা জেলা ক্রাইম রিপোর্টারঃ

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার ৯নং নওপাড়া ইউনিয়নের নওপাড়া গ্রামের পাঁকাঘাট বড় পুকুরের পাড় ভেঙে যাওয়ায় সাধারণ মানুষের লক্ষ লক্ষ টাকা ক্ষতি সাধিত হচ্ছে।

২১ মে বুধবার বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়- নেত্রকোনার কেন্দুয়া উপজেলার ৯নং নওপাড়া ইউনিয়নের নওপাড়া গ্রামে অবস্থিত পাঁকাঘাট সংলগ্ন বড় পুকুরের পাড় (পুকুরে বেশি পানি থাকার কারণে এবং পুকুরে ফাংঘাস জাতীয় মাছ চাষ করায়) পুকুরের চারটি পাড় ভেঙে পাড়ের সাথে ফসলের জমি, বসবাস করার ভিটা/বাড়ি, বিভিন্ন ধরনের ফলের গাছ পানিতে তলিয়ে গিয়ে সাধারণ মানুষের লক্ষ লক্ষ টাকা ক্ষতি সাধিত হচ্ছে।

পুকুরের আয়তন প্রায় ৮ একর। উক্ত পুকুরের চারপাশে ২২টি পরিবার এর আওতায় রয়েছে। তাছাড়া নওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, নওপাড়া উচ্চ বিদ্যালয়ের স্হাপনা বাউন্ডারি ওয়াল তার গেসা।

এই অবস্থা চলতে থাকলে বর্ষা মৌসুমে চতুর্পাশের বাড়ি ঘর, গাছপালা ফসলি জমি তলিয়ে গিয়ে কোটি টাকার ক্ষতি সাধন হতে পারে।

যাদের ক্ষতি সাধন হচ্ছে তাদের মধ্যে অন্যতম

মুর্তুজ আলী, কেন্তু মিয়া,অস্তাল মিয়া উভয় পিতা- মৃত রঙ্গু মিয়া, সুকুমার সরকার পিতা- কিতীষ সরকার, সাগর পিতা সভেন্দ্র সরকার, হিরন পিতা- মৃত জব্বার, ফুল মিয়া পিতা-রমালী মিয়া, সিরাজ পিতা- মৃত সাগুব আলী, সুজিত পিতা অজিত, মতি পিতা- অজ্ঞাত, দিগু সরকার পিতা- মৃত গয়নাফ সর্ব সাং শ্রীধরপুর।

চান মিয়া,মাসুম,আসাদুল, শামসুল সর্ব পিতা- আবদুল রশিদ মুন্সি, মানিক চন্দ্র সরকার পিতা- নিবারন চন্দ্র সরকার সর্ব গ্রাম নওপাড়া।

এই ২২টি পরিবার অভিযোগ করে বলেন- আমরা এখন নদীর তীরের মানুষ হয়ে গেছি, ভানবাসী মানুষের মতো আমাদের অবস্থান, আমরা থেকেও নেই। এই বড় পুকুরের পাড় ভেঙে আমাদের জমি একাকার হয়ে গেছে, কাউকে কিছু বললে আমাদের সাসিয়ে যায়।

ভুক্তভোগী চান মিয়া অভিযোগ করে বলেন- এই পাকা ঘাঁট বড় পুকুরের ভাড়াটিয়া থাকা মাছ চাষীরা আমাদের বাড়ি দিয়ে চলাচল করে রামদা ভল্লম নিয়ে। কাউকে কিছু বললে মারধরের আশংকা থাকে তাই বলতেও ভয় পাই। তারা এই এলাকার ক্ষমতা ও প্রভাবশালী ব্যক্তি।

নওপাড়া ইউনিয়ন পরিষদ ১,২,৩ ওয়ার্ডের মহিলা ভাইস চেয়ারম্যান রাবিয়া খাতুন বলেন- খুব দুঃখ জনক ঘটনা, নদীর পাড়ের মানুষের মতো ওরা হয়ে গেছে। ওদের উচ্ছেদ করার অবস্থা হয়েছে।অতি দ্রুত পুকুরের পাড় মেরামত/সংস্কারে না হলে ওরা পথে বসিয়ে যাবে। আমি প্রশাসন সহ উদ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

নওপাড়া পাঁকাঘাট বড় পুকুরের ভাড়াটিয়া মাছ চাষী মোঃ লিটন মিয়া বলেন- এই ধরনের ঘটনা এই প্রথম হয়েছে। পাড় ভেঙে সাধারণ মানুষের ক্ষতি সাধন করে আমরা বড় হতে চাই না, আমি খুব দ্রুত মাছগুলো বিক্রি করে পাড় বেঁধে দেওয়ার চেষ্টা করবো।

এদিকে নওপাড়া উচ্চ বিদ্যালয়ে সভাপতি মোঃ মাইন উদ্দিন অভিযোগ করে বলেন- বড় পুকুরে চার পাশে অনেক জমি তলিয়ে যাচ্ছে, আমার প্রতিষ্ঠানের পাশে পাড়গুলো ভেঙে চৌচির হয়ে যাচ্ছে,আমি দ্রুত এর সমাধান চাই।