রাজ রোস্তম আলী স্টাফ রিপোর্টার :-
ঢাকার সাভারে রং মিস্ত্রিকে গুলি করে হত্যার ঘটনায় প্রধান আসামি মেহেদী হাসানকে (৬৪) গ্রেপ্তার করেছে র্যাব-৪। তিনি সাভার পৌর এলাকার মৃত নাসির উদ্দিনের ছেলে।
র্যাব-৪ এর সিপিসি-২ কোম্পানি কমান্ডার মেজর জালিস মাহমুদ খান জানান, গতকাল বৃহস্পতিবার (২২ মে) রাত সাড়ে ১০টার দিকে গাজীপুরের গাছা থানার তারগাছ এলাকায় অভিযান চালিয়ে মেহেদীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে একটি লাইসেন্সকৃত রিভলভার ও ১৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মেহেদী হাসান স্বীকার করেন পূর্ব শত্রুতার জেরে কথাকাটাকাটির এক পর্যায়ে তিনি রং মিস্ত্রি শাহীনকে রিভলভার দিয়ে গুলি করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
গত সোমবার (১৯ মে) রাত সোয়া ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ইয়ামিন চত্বর ব্যাংক কলোনি এলাকায় (সাবেক এমপি সালাউদ্দিন বাবুর বাড়ির সামনে) ওই হত্যাকাণ্ড ঘটে।
নিহত শাহীন (২৮) ইয়ামিন চত্বর এলাকার বরুন দাসের গ্যারেজে রং মিস্ত্রি হিসেবে কাজ করতেন। তিনি সাভার উপজেলার বনগাঁও ইউনিয়নের বলিয়ারপুরের বাসিন্দা কবির হোসেনের ছেলে।