
বাবলু, চট্টগ্রাম;
গ্রেফতার হবে জেনেও দেশে ফিরে কারাগারকে বরন করে নিলেন আওয়ামী লীগ নেতা গিয়াসউদ্দিন। আসার আগে দলের নেতাকর্মীদের এক ফেসবুক বার্তায় তিনি বলেন, তার এলাকা সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা বিপদগ্রস্ত এই সময়ে প্রবাসে আারাম আয়েশে দিন কাটানো তার কাছে ভীরুতা ও প্রতারণার সামিল। শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন, দেশে ফিরে আইনি ভাবে মোকাবিলা করতে, তাই তিনি ফিরে যাচ্ছেন মাতৃভূমি। আবার তার স্ত্রী যিনি একই সাথে একই ফ্লাইটে আসেন – তিনি চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় প্রচারিত একটি অনলাইন পোর্টালকে জানান – আমেরিকায় আর্থিক নিরাপত্তা ও অভাবে অনটনে থাকতে না পেরে তারা দেশে চলে আসেন। গতকাল তিনি আমেরিকা থেকে এসে ঢাকা বিমানবন্দরে নেমেই গ্রেফতার হলেন। তিনি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান ।
তিনি ৫ ই আগষ্টের আগে থেকে পরিবার সহ আমেরিকায় অবস্থান করেছিলেন। ছাত্র রাজনীতি করে আসা তৃনমুলের এই নেতা আওয়ামী লীগের রাজনীতিতে নিজ এলাকায় সবসময় কোনঠাসা ছিলেন।
২০২৪ সালে গত সংসদ নির্বাচনে ইন্জিনিয়ার মোশাররফ হোসেনের ছেলের সাথে প্রতিদ্বন্দ্বীতা করে – প্রভাব ও ভোট কারচুপির কারনে পরাজিত হন এই জনপ্রিয় নেতা। স্ত্রী তাহমিনা সহ তিনি সরাসরি ঢাকা শাহ জালাল বিমানবন্দরে নামলে – মীরেরশরাই থানায় একটি মামলায় আসামী দেখিয়ে তাকে গ্রেফতার করে ইমিগ্রেশন পুলিশ ।
বর্তমানে তাকে থানায় হস্তান্তরের পক্রিয়া চলছে।