ব্যুরো চিফ ময়মনসিংহ :
ময়মনসিংহের সন্তান মোঃ মোস্তফা কামাল গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের ছয়ানী রসুলপুর মোল্লাবাড়ির সন্তান দেশের গুরুত্বপূর্ণ পুলিশ ইউনিট পিবিআই-এর প্রধান হিসেবে দায়িত্ব পালনকালে অতিরিক্ত আইজিপি (গ্রেড-২) পদে পদোন্নতি পেয়েছেন।
গত ১৯ মে ২০২৫ তিনি এই মর্যাদাপূর্ণ পদে পদোন্নতি লাভ করেন এবং ২০ মে পুলিশ হেডকোয়ার্টার্সে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাহারুল আলম, বিপিএম তাকে র্যাংক ব্যাজ পরিয়ে দেন।
উনি ১৯৭০ সালের ১০ অক্টোবর জন্মগ্রহণ করেন এক সাধারণ মুসলিম পরিবারে। শিক্ষাজীবনের শুরু থেকেই মেধাবী ও আদর্শবান হিসেবে পরিচিত ছিলেন তিনি। তিনি ময়মনসিংহের এডওয়ার্ড স্কুল ও আনন্দ মোহন কলেজেপড়াশোনা করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারী মোস্তফা কামাল যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ইতালি, জার্মানি, থাইল্যান্ড ও মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেছেন। ১৯৯৫ সালে তিনি বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পুলিশ ক্যাডারে যোগ দেন।
ব্যক্তিগত জীবনে দুই কন্যা ও এক পুত্র সন্তানের জনক তিনি।