
মাহাবুব আলম, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ঘরের সরের সাথে রশি পেঁচিয়ে ছবিল চন্দ্র বর্মন (৪৫) নামে এক মানষিক ভারসাম্যহীন ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
শনিবার (২৪ মে) উপজেলার নন্দুয়ার ইউনিয়নের বনগাঁও শিয়ালডাঙ্গী এলাকায় নিজ বাড়ির শয়ন কক্ষ থেকে তার ঝুলন্ত মরদেহটি উদ্ধার করা হয়। নিহত দুই সন্তানের জনক ছবিল ওই এলাকার মৃত লেবু চরণ এর ছেলে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, দীর্ঘ দিন থেকে মানষিক ভারসাম্যহীন হয়ে ঘুরে বেড়াতেন সে।আজ শনিবার দুপুরে নিজ বাড়িতে লোক না থাকায় সকলের অগোচরে নিজের শয়ণ কক্ষে এ ঘটনা ঘটান তিনি। খবর পেয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছবিল চন্দ্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন বলে জানান এলাকাবাসী।
রাণীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুহা. আরশেদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।