, শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

জয়পুরহাটে তিন দফা দাবিতে প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি

  • প্রকাশের সময় : ১০:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫
  • ২৭ পড়া হয়েছে

 

সুকমল চন্দ্র বর্মন (পিমল),জেলা প্রতিনিধিঃ

তিন দফা দাবিতে জয়পুরহাটে অর্ধদিবস কর্মবিরতি পালন করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। শনিবার সকাল থেকে জেলা প্রাথমিক সহকারী শিক্ষক ঐক্য পরিষদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

শিক্ষকদের দাবিগুলোর মধ্যে রয়েছে— কনসালটেশন কমিটির সুপারিশ যুক্তিসংগতভাবে সংশোধন করে সহকারী শিক্ষক পদের এন্ট্রি গ্রেড ১১তম নির্ধারণ; ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন; প্রধান শিক্ষক পদের শতভাগ পদোন্নতি নিশ্চিতকরণ ও দ্রুত পদোন্নতি প্রদান।

সংগঠনের নির্দেশে জেলার অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মসূচি পালন করা হলেও কয়েকটি প্রতিষ্ঠান এতে অংশ নেয়নি। তবে বেশিরভাগ শিক্ষক কর্মসূচির প্রতি সমর্থন জানিয়েছেন।

এদিকে কর্মসূচির খবর পেয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তারা কয়েকটি বিদ্যালয়ে গিয়ে শিক্ষকদের লিখিতভাবে দাবি উপস্থাপন করতে বলেন। তবে শিক্ষকরা লিখিতভাবে দাবি দিতে রাজি হননি বলে জানিয়েছেন শিক্ষক নেতারা।

জেলা প্রাথমিক সহকারী শিক্ষক ঐক্য পরিষদ সূত্রে জানা গেছে, আগামী ২৬ মে’র মধ্যে দাবি পূরণ না হলে তারা অনির্দিষ্টকালের পূর্ণদিবস কর্মবিরতিতে যাবেন।

এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মমিনুল ইসলাম বলেন, সরকারি বিধিমালা লঙ্ঘন করে অর্ধদিবস কর্মবিরতি পালন করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনপ্রিয়

জয়পুরহাটে তিন দফা দাবিতে প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি

প্রকাশের সময় : ১০:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫

 

সুকমল চন্দ্র বর্মন (পিমল),জেলা প্রতিনিধিঃ

তিন দফা দাবিতে জয়পুরহাটে অর্ধদিবস কর্মবিরতি পালন করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। শনিবার সকাল থেকে জেলা প্রাথমিক সহকারী শিক্ষক ঐক্য পরিষদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

শিক্ষকদের দাবিগুলোর মধ্যে রয়েছে— কনসালটেশন কমিটির সুপারিশ যুক্তিসংগতভাবে সংশোধন করে সহকারী শিক্ষক পদের এন্ট্রি গ্রেড ১১তম নির্ধারণ; ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন; প্রধান শিক্ষক পদের শতভাগ পদোন্নতি নিশ্চিতকরণ ও দ্রুত পদোন্নতি প্রদান।

সংগঠনের নির্দেশে জেলার অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মসূচি পালন করা হলেও কয়েকটি প্রতিষ্ঠান এতে অংশ নেয়নি। তবে বেশিরভাগ শিক্ষক কর্মসূচির প্রতি সমর্থন জানিয়েছেন।

এদিকে কর্মসূচির খবর পেয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তারা কয়েকটি বিদ্যালয়ে গিয়ে শিক্ষকদের লিখিতভাবে দাবি উপস্থাপন করতে বলেন। তবে শিক্ষকরা লিখিতভাবে দাবি দিতে রাজি হননি বলে জানিয়েছেন শিক্ষক নেতারা।

জেলা প্রাথমিক সহকারী শিক্ষক ঐক্য পরিষদ সূত্রে জানা গেছে, আগামী ২৬ মে’র মধ্যে দাবি পূরণ না হলে তারা অনির্দিষ্টকালের পূর্ণদিবস কর্মবিরতিতে যাবেন।

এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মমিনুল ইসলাম বলেন, সরকারি বিধিমালা লঙ্ঘন করে অর্ধদিবস কর্মবিরতি পালন করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।