
রেজুয়ান হাসান জয় | নেত্রকোনা প্রতিনিধি;
নেত্রকোনার পূর্বধলায় এক হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। শনিবার (২৪ মে) সন্ধ্যায় উপজেলার শ্যামগঞ্জ-বিরিশিরি আঞ্চলিক মহাসড়কের পাবই শেখপাড়া এলাকায় একটি কাভার্ড ভ্যান ও ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন তারা।
নিহতরা হলেন উপজেলার ছোছাউড়া গ্রামের মৃত আজিজুল হকের ছেলে নিজাম উদ্দিন (৫৪) ও তার স্ত্রী রোকেয়া বেগম (৪২)।
পারিবারিক সূত্রে জানা গেছে, নিজাম উদ্দিন অটোরিকশা চালিয়ে নিজে স্ত্রী, মেয়ে এবং মেয়ের মামাকে নিয়ে ফাজিলপুর বাজারে ছেলের জন্য পাত্রী দেখতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে বিপরীত দিক থেকে আসা প্রান আরএফএল কোম্পানির কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে পড়েন তারা।
সেই দুর্ঘটনায় নিজাম ও তার স্ত্রী প্রাণ হারান, আহত হন অপর দুই যাত্রী।
স্থানীয়রা জানান, ঘটনাটি এতটাই আকস্মিক ছিল যে কারো কিছু বুঝে ওঠার আগেই অটো রিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নুরুল আলম বলেন,
দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানটি এবং চালক ও হেলপারকে জব্দ করা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
একটি পাত্র দেখা আর দেখা হলো না দাম্পত্য জীবনের এই শেষ যাত্রা যেন স্তব্ধ করে দিল পুরো গ্রামকে।