, শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

রেন্টিতলা-সান্দিকোণা সড়কে ভারী ট্রাক চলাচল বন্ধে ব্যবস্থা, দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর

  • প্রকাশের সময় : ১০:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫
  • ১২৯ পড়া হয়েছে

শাহ আলী তৌফিক রিপন, বিশেষ প্রতিনিধি:

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রেন্টিতলা টু সান্দিকোণা বাইপাস সড়কে অতিরিক্ত ওজন ও উচ্চতার মালবাহী ট্রাক চলাচল বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সম্প্রতি সড়কের শুরুতেই লোহার গোলবার স্থাপন করে উঁচু ট্রাকের চলাচলে বাধা দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে এলাকাবাসী জানান, পূর্বে বড় মালবাহী ট্রাকগুলো কেন্দুয়া-মেইন রোড ব্যবহার না করে ছোট ছোট গ্রামের রাস্তা ঘুরে বাইপাস হয়ে যাতায়াত করছিল। এতে সদ্য সংস্কারকৃত রাস্তাটি দ্রুত ক্ষতিগ্রস্ত হচ্ছিল। মাত্র তিন মাস আগে রাস্তাটি সংস্কার করা হলেও ইতোমধ্যেই বিভিন্ন স্থানে ফাটল ও ভাঙন দেখা দিয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, বর্ষা মৌসুম শুরুর আগে এসব ভাঙাচোরা স্থান দ্রুত সংস্কার করা না হলে ক্ষতির পরিমাণ আরও বাড়বে, এবং সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগ তৈরি হবে। তাই তারা অবিলম্বে ক্ষতিগ্রস্ত স্থানগুলোর মেরামতের জোর দাবি জানিয়েছেন।

রাস্তার নির্মাণ কাজে নিয়োজিত কন্ট্রাক্টর ও কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি সেকুল ইসলাম খান বলেন, “এই রাস্তার ধারণক্ষমতার তুলনায় অনেক বেশি ওজনের ট্রাক চলাচল করছে, যার ফলে সড়কটি ভেঙে যাচ্ছে। এই রাস্তা শুধু সরকারের নয়—এটা আপনার, আমার, আমাদের সবার। তাই রাস্তাকে রক্ষা করতে হলে এলাকাবাসীকেই সচেতন ও দায়িত্বশীল হতে হবে।

তিনি আরও বলেন, “রাস্তায় লোহার বার স্থাপন করে বড় ট্রাকের চলাচল বন্ধ করা হয়েছে এবং রাস্তার ক্ষতিগ্রস্ত অংশ গুলো মেরামত করে দেয়া হবে তবে ভবিষ্যতে এমন যান চলাচল যেন আর না হয়, তা নিশ্চিত করতে সবাইকে এগিয়ে আসতে হবে।

স্থানীয় সচেতন মহল মনে করছেন, সময়মতো রাস্তাটি মেরামত এবং নিয়মিত নজরদারি করা হলে এই গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘস্থায়ী ও টেকসই হবে, যা পুরো এলাকার জনসাধারণের জন্য সুফল বয়ে আনবে।

জনপ্রিয়

রেন্টিতলা-সান্দিকোণা সড়কে ভারী ট্রাক চলাচল বন্ধে ব্যবস্থা, দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর

প্রকাশের সময় : ১০:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫

শাহ আলী তৌফিক রিপন, বিশেষ প্রতিনিধি:

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রেন্টিতলা টু সান্দিকোণা বাইপাস সড়কে অতিরিক্ত ওজন ও উচ্চতার মালবাহী ট্রাক চলাচল বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সম্প্রতি সড়কের শুরুতেই লোহার গোলবার স্থাপন করে উঁচু ট্রাকের চলাচলে বাধা দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে এলাকাবাসী জানান, পূর্বে বড় মালবাহী ট্রাকগুলো কেন্দুয়া-মেইন রোড ব্যবহার না করে ছোট ছোট গ্রামের রাস্তা ঘুরে বাইপাস হয়ে যাতায়াত করছিল। এতে সদ্য সংস্কারকৃত রাস্তাটি দ্রুত ক্ষতিগ্রস্ত হচ্ছিল। মাত্র তিন মাস আগে রাস্তাটি সংস্কার করা হলেও ইতোমধ্যেই বিভিন্ন স্থানে ফাটল ও ভাঙন দেখা দিয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, বর্ষা মৌসুম শুরুর আগে এসব ভাঙাচোরা স্থান দ্রুত সংস্কার করা না হলে ক্ষতির পরিমাণ আরও বাড়বে, এবং সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগ তৈরি হবে। তাই তারা অবিলম্বে ক্ষতিগ্রস্ত স্থানগুলোর মেরামতের জোর দাবি জানিয়েছেন।

রাস্তার নির্মাণ কাজে নিয়োজিত কন্ট্রাক্টর ও কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি সেকুল ইসলাম খান বলেন, “এই রাস্তার ধারণক্ষমতার তুলনায় অনেক বেশি ওজনের ট্রাক চলাচল করছে, যার ফলে সড়কটি ভেঙে যাচ্ছে। এই রাস্তা শুধু সরকারের নয়—এটা আপনার, আমার, আমাদের সবার। তাই রাস্তাকে রক্ষা করতে হলে এলাকাবাসীকেই সচেতন ও দায়িত্বশীল হতে হবে।

তিনি আরও বলেন, “রাস্তায় লোহার বার স্থাপন করে বড় ট্রাকের চলাচল বন্ধ করা হয়েছে এবং রাস্তার ক্ষতিগ্রস্ত অংশ গুলো মেরামত করে দেয়া হবে তবে ভবিষ্যতে এমন যান চলাচল যেন আর না হয়, তা নিশ্চিত করতে সবাইকে এগিয়ে আসতে হবে।

স্থানীয় সচেতন মহল মনে করছেন, সময়মতো রাস্তাটি মেরামত এবং নিয়মিত নজরদারি করা হলে এই গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘস্থায়ী ও টেকসই হবে, যা পুরো এলাকার জনসাধারণের জন্য সুফল বয়ে আনবে।