
মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো ;
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম খুলনা জেলা শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। আজ ২৫ মে ফোরামের কেন্দ্রীয় সভাপতি জয়নুল আবেদীন ও মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল এই কমিটি অনুমোদন দিয়েছেন। আইনজীবী শেখ মাসুদ হোসেন রনিকে আহবায়ক এবং আছাদুল আলমকে সদস্য সচিব করে ১০ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্যরা হলেন, যুগ্ম আহবায়ক মোল্লা মাসুম রশিদ, সদস্য শেখ নুরুল হাসান রুবা, মোল্লা মশিউর রহমান নান্নু, তাসলিমা খাতুন ছন্দা, শরিফুল ইসলাম জোয়ার্দার, মাহফুজুর রহমান মফিজ, কাজী খালিদ হাসান জনি এবং এম শফিউল আলম তুতি প্রমুখ। আহবায়ক কমিটিকে আগামী ৩ মাসের মধ্যে সন্মেলনের মাধ্যমে পুর্নাঙ্গ কমিটি গঠন করার কথা বলা হয়েছে।