, রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কেন্দুয়ায় LGCRRP প্রকল্পে ধীরগতি ও নিম্নমানের কাজের অভিযোগ। কলমাকান্দায় স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যা। কলমাকান্দায় ১৭ বছর পর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত। ময়মনসিংহে মৃত্তিকার বিভাগীয় কার্যালয় ও গবেষণাগার উদ্বোধন করেন মহাপরিচালক। আগের আমলের সেই মাফিয়াদেরকে একটি রাজনৈতিক দল প্রশ্রয় দিচ্ছে : নাহিদ ইসলাম।  অস্বাভাবিক গরমে ভুগছেন সারাদেশের মানুষ। আপনার ফোনে কোন ভার্সনের LMC বা GCam সাপোর্ট পাবে এবং কিভাবে সেই ভার্সন ডাউনলোড করবেন অতি সহজেই তা দেখে নিন!! জামালপুর সদর পৌরসভার ৮নং ওয়ার্ড দাপুনিয়া জলাশয়ে অর্ধগলিত অজ্ঞত’নামা এক মৃত দেহ উদ্ধার। নিখোঁজ যুবদল নেতা শামীমের পরিবারের পাশে ড. রফিকুল ইসলাম হিলালী।৩ দিনের মধ্যে খোঁজ না মিললে লাগাতার কর্মসূচির হুঁশিয়ারি। ঈশ্বরগঞ্জে গলাকেটে রাকিব হত্যা, মামাতো ভাইসহ অন্যান্য মামলার আসামী গ্রেপ্তার -৬।

মোংলায় নাবিকদের হাত পা বেধে বানিজ্যিক জাহাজ লুট।

  • প্রকাশের সময় : ১০:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫
  • ৪২ পড়া হয়েছে

মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো :

মোংলা বন্দরে অবস্থানরত এমভি “সেজুতি” নামক একটি বানিজ্যিক জাহাজে নাবিকদের হাত পা বেধে টাকা ও মালামাল লুটপাটের ঘটনা ঘটেছে। দেশিয় অস্ত্রের মুখে জাহাজের ক্রু ও স্টাফদের জিম্মি এবং মারধর করে বিয়ারিং, ইকুইপমেন্ট, স্ক্রাপ ও ওয়াররোপ সহ প্রায় ২২ লাখ টাকা মুল্যের বিভিন্ন মালামাল লুট করে নিয়েছে সংঘবদ্ধ চক্রটি। এসময় এ চক্রের মারধরে তিনজন ক্রু আহত হয়েছেন। আজ ২৬ মে ভোর রাতে বন্দর চ্যানেলের ( পশুর নদী) নেসক্রিক এলাকায় এ ঘটনা ঘটে। জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট আল সাফা শিপিং লাইন্সের খুলনাস্থ্য ম্যানেজার জাহিদুল করিম অমিত জানান, বাংলাদেশি প্রতিষ্ঠান পিএনএন শিপিং লাইন্সের মালিকানাধীন এমভি ” সেজুতি” ভারত থেকে পাথর বোঝাই করে গত বছরের ২২ জুন মোংলা সমুদ্র বন্দর বন্দরের বেসক্রিক এলাকায় নোঙ্গর করে পন্য খালাসের কাজ সম্পন্ন করে। বন্দরে অবস্থানকালে হঠাৎ যান্ত্রিক ত্রুটির কারনে এ জাহাজটি প্রায় ১ বছর ধরে বন্দর চ্যানেলে আটকে রয়েছে। এ জাহাজটিতে চিফ অফিসার সহ ৭ ক্রু ও স্টাফ রয়েছে। বন্দর চ্যানেলে থাকা জাহাজটিতে সোমবার ২৬ মে ভোর রাতে একটি ফিশিং ট্রলার দেশিয় অস্ত্র সস্ত্র নিয়ে হানাদেয় ১৪ জনের একটি ডাকাতদল। এসময় নাবিকদের রশি দিয়ে হাত পা বেধে প্রায় দুঘন্টা ব্যাপী তান্ডব চালায় ডাকাতদলের সদস্যরা। এসময় ডাকাতরা জাহাজের পন্য খালাসে ব্যবহ্নত গ্রাফট, জাহাজ বাধার ওয়াররোফ রোফ, ইঞ্জিনে ব্যবহ্নত বেয়ারিং, বিপুল পরিমান জালানী তেল, মোবিল রসদ সহ বিভিন্ন ধরনের মালামাল লুটে নেয়। অমিত আরো জানান, মোংলা বন্দরের চ্যানেলে থাকা এ জাহাজটিতে এ নিয়ে ৩ দফায় ডাকাতরা হানা দিয়ে লুটপাট চালায়। সর্বশেষ আজ ২৬ মে ভোররাতে জাহাজের প্রায় ২২ লাখ টাকার মালামাল অস্ত্রের মুখে লুট করে ডাকাতরা। তিনি বলেন, এ বিষয়ে দ্রুত ব্যাবস্থা নিতে মোংলা বন্দর কতৃপক্ষ, কোস্টগার্ড সহ অন্যান্য আইন শৃংখলা বাহিনীর দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এ বিষয়ে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন অর রশীদ বলেন, কোস্টগার্ড পশ্চিম জোনের গোয়েন্দা তৎপরতার মাধ্যমে লুন্ঠিত মালামালের উদ্ধার ও ডাকাতদলকে ধরতে অভিযান শুরু হয়েছে।

জনপ্রিয়

কেন্দুয়ায় LGCRRP প্রকল্পে ধীরগতি ও নিম্নমানের কাজের অভিযোগ।

মোংলায় নাবিকদের হাত পা বেধে বানিজ্যিক জাহাজ লুট।

প্রকাশের সময় : ১০:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫

মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো :

মোংলা বন্দরে অবস্থানরত এমভি “সেজুতি” নামক একটি বানিজ্যিক জাহাজে নাবিকদের হাত পা বেধে টাকা ও মালামাল লুটপাটের ঘটনা ঘটেছে। দেশিয় অস্ত্রের মুখে জাহাজের ক্রু ও স্টাফদের জিম্মি এবং মারধর করে বিয়ারিং, ইকুইপমেন্ট, স্ক্রাপ ও ওয়াররোপ সহ প্রায় ২২ লাখ টাকা মুল্যের বিভিন্ন মালামাল লুট করে নিয়েছে সংঘবদ্ধ চক্রটি। এসময় এ চক্রের মারধরে তিনজন ক্রু আহত হয়েছেন। আজ ২৬ মে ভোর রাতে বন্দর চ্যানেলের ( পশুর নদী) নেসক্রিক এলাকায় এ ঘটনা ঘটে। জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট আল সাফা শিপিং লাইন্সের খুলনাস্থ্য ম্যানেজার জাহিদুল করিম অমিত জানান, বাংলাদেশি প্রতিষ্ঠান পিএনএন শিপিং লাইন্সের মালিকানাধীন এমভি ” সেজুতি” ভারত থেকে পাথর বোঝাই করে গত বছরের ২২ জুন মোংলা সমুদ্র বন্দর বন্দরের বেসক্রিক এলাকায় নোঙ্গর করে পন্য খালাসের কাজ সম্পন্ন করে। বন্দরে অবস্থানকালে হঠাৎ যান্ত্রিক ত্রুটির কারনে এ জাহাজটি প্রায় ১ বছর ধরে বন্দর চ্যানেলে আটকে রয়েছে। এ জাহাজটিতে চিফ অফিসার সহ ৭ ক্রু ও স্টাফ রয়েছে। বন্দর চ্যানেলে থাকা জাহাজটিতে সোমবার ২৬ মে ভোর রাতে একটি ফিশিং ট্রলার দেশিয় অস্ত্র সস্ত্র নিয়ে হানাদেয় ১৪ জনের একটি ডাকাতদল। এসময় নাবিকদের রশি দিয়ে হাত পা বেধে প্রায় দুঘন্টা ব্যাপী তান্ডব চালায় ডাকাতদলের সদস্যরা। এসময় ডাকাতরা জাহাজের পন্য খালাসে ব্যবহ্নত গ্রাফট, জাহাজ বাধার ওয়াররোফ রোফ, ইঞ্জিনে ব্যবহ্নত বেয়ারিং, বিপুল পরিমান জালানী তেল, মোবিল রসদ সহ বিভিন্ন ধরনের মালামাল লুটে নেয়। অমিত আরো জানান, মোংলা বন্দরের চ্যানেলে থাকা এ জাহাজটিতে এ নিয়ে ৩ দফায় ডাকাতরা হানা দিয়ে লুটপাট চালায়। সর্বশেষ আজ ২৬ মে ভোররাতে জাহাজের প্রায় ২২ লাখ টাকার মালামাল অস্ত্রের মুখে লুট করে ডাকাতরা। তিনি বলেন, এ বিষয়ে দ্রুত ব্যাবস্থা নিতে মোংলা বন্দর কতৃপক্ষ, কোস্টগার্ড সহ অন্যান্য আইন শৃংখলা বাহিনীর দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এ বিষয়ে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন অর রশীদ বলেন, কোস্টগার্ড পশ্চিম জোনের গোয়েন্দা তৎপরতার মাধ্যমে লুন্ঠিত মালামালের উদ্ধার ও ডাকাতদলকে ধরতে অভিযান শুরু হয়েছে।