রেজুয়ান হাসান, নেত্রকোনা প্রতিনিধি;
নেত্রকোনার শিক্ষা ভূবনে এক নতুন আলো ছড়াচ্ছেন কেন্দুয়া সরকারি কলেজের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের প্রভাষক মোহাম্মদ আতাউর রহমান। নিষ্ঠা, দায়িত্ববোধ আর মানবিকতার এক অপূর্ব সম্মিলন হয়ে তিনি এখন শুধু একজন শিক্ষক নন তিনি হয়ে উঠেছেন শিক্ষার্থীদের সাহস, অভিভাবকদের ভরসা এবং প্রতিষ্ঠানটির সুনামের প্রতিচ্ছবি।
শিক্ষার্থীদের সঙ্গে তার সম্পর্ক নিছক শিক্ষক শিক্ষার্থীর নয়, বরং এক সহানুভূতিশীল বন্ধুর মতো। প্রতিটি ক্লাসে আতাউর রহমান শুধু বইয়ের পাতা পড়ান না, পড়ান জীবনের পাঠ, ভবিষ্যতের প্রস্তুতি, এবং সৎ মানুষ হয়ে ওঠার দৃঢ় অনুপ্রেরণা। তার ক্লাসরুম মানেই যুক্তির চর্চা, শৃঙ্খলার চিত্র এবং শিক্ষাকে ভালোবাসার জায়গা।
তার নিরবিচারে শ্রম আর প্রতিদিনের আন্তরিকতা ধীরে ধীরে কেন্দুয়া সরকারি কলেজের শিক্ষাব্যবস্থায় একটি দৃষ্টান্ত তৈরি করছে। প্রশাসনিক কাজ হোক বা সহপাঠ্যক্রমিক কার্যক্রম সবখানেই তার সক্রিয় উপস্থিতি প্রতিষ্ঠানকে আরও গতিশীল করে তুলেছে।
ফিন্যান্সের জটিল বিষয়গুলোকে বাস্তব জীবনের উদাহরণ দিয়ে সহজ করে তোলার অসাধারণ দক্ষতা রয়েছে তার। শিক্ষার্থীদের ফলাফল যেমন উন্নত হয়েছে, তেমনি বেড়েছে তাদের আত্মবিশ্বাস ও চিন্তার দিগন্ত। তার অসাধারণ পাঠদানের গুণে অনেক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় ও চাকরির ক্ষেত্রে ইতিবাচক ফল পাচ্ছে।
আতাউর রহমানের নেতৃত্বে বিভাগীয় বিভিন্ন উদ্যোগ, যেমন সেমিনার, ক্যারিয়ার গাইডলাইন সেশন, ফিন্যান্স অলিম্পিয়াড আয়োজন এখন কলেজের স্বাভাবিক চিত্র। তার এ উদ্যোগগুলো শিক্ষার্থীদের ক্লাসরুমের গণ্ডি পেরিয়ে বাস্তব দুনিয়ার সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছে।
কেন্দুয়া সরকারি কলেজের অলিগলি এখন আতাউর রহমান নামের এক নিরব সাধকের চেষ্টায় আরও উজ্জ্বল হয়ে উঠছে। যেখানে তিনি পা রাখেন, সেখানেই যেন গড়ে ওঠে শিক্ষার প্রতি ভালোবাসা ও বিশ্বাস। কোনো ক্যামেরার সামনে নন, লাইমলাইটের বাহিরে দাঁড়িয়ে তিনি যেভাবে প্রতিদিন আলো ছড়াচ্ছেন, তাতে বোঝা যায় আদর্শ শিক্ষক হতে নাম নয়, প্রয়োজন মন, দায়বদ্ধতা আর প্রজ্ঞা।
এই রকম একজন শিক্ষকের হাত ধরে শিক্ষাপ্রতিষ্ঠান যেমন বদলায়, তেমনি বদলায় একটি সমাজের ভবিষ্যৎও। কেন্দুয়া সরকারি কলেজ আজ গর্বিত আতাউর রহমান তার অঙ্গনে আছেন।