মিজানুর রহমান ,নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি :
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে ২০২৪ - ২০২৫ অর্থবছরের মানবিক সহায়তা কর্মসূচি আওতায় আসন্ন ঈদুল আযহা উপলক্ষে ১০(দশ) কেজি বিনামূল্যে বিজিএফ খাদ্যশস্য আতপ (চাল) বিতরণ কার্যক্রম শুরু হয়।
২৬ মে সোমবার সকালে উপজেলার কোদালিয়া শহীদনগর ইউনিয়ন, পুরাপাড়া ইউনিয়ন পরিষদ, লস্করদিয়া ইউনিয়ন পরিষদে অসহায় হতদরিদ্রদের মাঝে আসন্ন ঈদুল আযহা উপলক্ষে বিজিএফ ১০ কেজি আতপ চাল স্লিপ প্রতি দেওয়া হয়।
সরেজমিনে গিয়ে এসকল ইউনিয়নে দেখা যায় নগরকান্দা উপজেলা গোডাউন থেকে দেয়া চাল নিম্নমানের পোকা ধরা গন্ধ। অধিকাংশ চালের বস্তায পচে খসে পড়ছে।
চাল নেওয়া স্লিপ ধারী ভোগিরা ও বিতরণে সহযোগী গ্রাম পুলিশ অনেকে বলেন, এই আতপ চাল পচা,নিম্নমানের পোকা ধরা খাওয়ার অনুপযোগী।
উপজেলার গোডাউন সূত্রে জানা যায় উপজেলা ৯ টি ইউনিয়ন পরিষদে মোট ৬০.৫৭০ মেট্রিক টন আতপ চাল বিতরণের জন্য ইউনিয়ন পরিষদ উত্তোলন করে।
বিজিএফ এর নিম্নমানের আতপ চাল বিতরণ করার বিষয়
ভারপ্রাপ্ত খাদ্য পরিদর্শক মোহাম্মদ আশিকুর রহমান মোল্লা বলেন, আমাদের গোডাউন থেকে গত ১৫ ও ১৭ মে এই চাল রিসিভ করছি।জেলার গোডাউন থেকে নিম্নমানের এই চাল পাঠিয়েছে। জেলার বিভিন্ন উপজেলায় এই নিম্নমানের আতপ চাল বিতরণ করছে।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ আবজাল হোসেন বলেন, ঈদ উপলক্ষে ভিজিএফ আতপ চাল আমি দেখি নাই।চাল নিম্নমানের হলে চেয়ারম্যানরা গোডাউনে ফেরত পাঠিয়ে পুনরায় চাল নিবে।
নিম্নমানের পচা দুর্গন্ধযুক্ত পোকা ধরা চাল বিতরণ করায় চেয়ারম্যান, মেম্বার সহ স্হানীয়রা ক্ষোভ প্রকাশ করেন।
ফরিদপুর জেলার গোডাউনের দায়িত্বে থাকা
এস, এম, ও বিকাশ সাহারর ০১৭১৬৭৩২৭৯৮
নাম্বারে ফোন দিলে রিসিভ না করায় তার বক্তব্য জানা যায়নি।
মিজানুর রহমান
০১৮৩২১১৯৬৭৭
২৭ মে ২০২৫ ইং