মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো :
খুলনা উন্নয়ন কতৃপক্ষ ( কেডিএ) ময়ুরী আবাসিক প্রক্লপের ৪৭ টি প্লট বরাদ্দের অনিয়মের সুষ্ঠু তদন্ত, জড়িতদের বিচার দাবিতে কেডিএ ঘেরাও ও চেয়ারম্যানকে স্মারকলিপি প্রদান করেছে নাগরিক সংগঠন বৃহত্তর আমরা খুলনাবাসী। আজ ২৮ মে সকাল ১১ থেকে ১ টা পর্যন্ত কেডিএর সামনে অবস্থান শেষে তারা স্মারকলিপি দেন। ২০২০ ও ২০২২ সালে কেডিএর ময়ুরী আবাসিক প্রকল্পের ৪৭ টি প্লট ভাগবাটোয়ারা করে নেন কেডিএর কর্মকর্তারা। নিজেদের প্লট প্রাপ্তি নিশ্চিত করতে তারা ঔই সময়কার মন্ত্রী, এমপি ও সচিবদের বাজার মুল্যের অনেক কম দামে প্লট দেন। কিন্তু আওয়ামিলীগের প্রভাবশালী নেতারা জড়িত থাকায় দুর্নীতি তদন্তের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। গত ২৩ মে কেডিএর প্লট ভাগবাটোয়ারার তদন্ত বিচার কিছুই হয়নি শিরোনামে অনলাইন নিউজ পোর্টাল সহ কয়েকটি গণমাধ্যম সংবাদ প্রকাশ করা হয়। এরই দুর্নীতি তদন্তের দাবিতে কেডিএ ঘেরাও কর্মসুচি করেন " বৃহত্তর আমরা খুলনাবাসী "। বুধবার কেডিএর সামনে কর্মসুচি চলাকালে বক্তারা কেডিএ বাস্তবায়নাধীন শিপইয়ার্ড সড়ক ৪ লেনের কাজ দ্রুত সম্পন্ন, সোনাডাঙ্গা সিটি বাইপাস সড়ক সংস্কার, ভবন নির্মানে কেডিএ প্রদত্ত নকশা বাস্তবায়ন কার্যকর করনে আইনি পদক্ষেপ গ্রহনের দাবি জানান। পরে কেডিএর চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের কাছে স্মারকলিপি দেওয়া হয়। কর্মসুচিতে বক্তব্য রাখেন, খুলনা মহানগর বিএনপি সভাপতি এ্যাড: শফিকুল আলম মনা, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সহ সভাপতি নিজাম উর রহমান লালু, খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব এ্যাড: বাবুল হাওলাদার, বৃহত্তর আমরা খুলনাবাসীর মাহবুবুর রহমান খোকন সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।