স্টাফ রিপোর্টার:
২৮ শে মে ঢাকা বিএনপি'র সম্মেলনের উদ্দেশ্যে নেতা কর্মীদের যাওয়ার জন্য ৩ টা বিনিময় গাড়ি দিয়েছেন এবং নেতাকর্মীদের খাওয়া-দাওয়ার ব্যবস্থা করেছেন যুব নেতা মোঃ হাবলু মিয়া সে একজন জিয়াউর রহমানের আদর্শের সৈনিক সে সর্বক্ষণ বিএনপি অঙ্গ সংগঠনের জন্য শ্রম দিয়ে যাচ্ছেন মিছিল মিটিংয়ে খরচপাতি করে যাচ্ছেন সে একজন বিএনপি'র খাঁটি সৈনিক শহীদ জিয়াউর রহমানের আদর্শের সৈনিক শহীদ জিয়াউর রহমানের আদর্শ বুকে নিয়ে কাজ করে যাচ্ছেন মোঃ হাবলু মিয়া সে সর্বক্ষণই মানুষের উপকারে কাজ করে থাকেন সে একজন সৎ আদর্শবান নেতা মানুষের আপদে বিপদে সব সময় পাশে দাঁড়ান সে সর্বক্ষণ বিএনপির সকল মিছিল মিটিংয়ে যোগদান করেন দলের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছেন সে কিছু চাওয়া পাওয়ার আশায় রাজনীতি করে না সে নিঃস্বার্থ ভাবে রাজনীতি করে যাচ্ছেন গরিব-দুঃখী অসহায় মানুষকে সে সর্বক্ষণই সহযোগিতা করেন এবং ভালবাসেন সে দেশকে ভালোবাসে দলকে ভালোবাসে দলের মানুষকে ভালবাসেন একজন সৎ আদর্শবান মানুষ মোঃ হাবলু মিয়া।