
নিজস্ব প্রতিবেদক;
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার পিজাহাতী গ্রামে গড়ে উঠছে এক ব্যতিক্রমী ইতিহাস। সরকারি বরাদ্দ কিংবা ইউনিয়ন পরিষদের সহায়তা ছাড়াই সম্পূর্ণ নিজেরা উদ্যোগ নিয়ে রাস্তা নির্মাণে নেমেছেন গ্রামের সাধারণ মানুষ। পিজাহাতী নতুন মসজিদ থেকে বাঘডী রিপন টিলা পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ এই নতুন রাস্তা এখন পুরো এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দু।
এই রাস্তার জন্য কোনো সরকারি জমি ব্যবহার করা হয়নি। বরং গ্রামের প্রতিটি পরিবার নিজেদের জমি থেকে জায়গা ছেড়ে দিয়েছে, যেন গ্রামের কৃষি ও চলাচলের সুবিধার জন্য এই রাস্তাটি বাস্তবে রূপ পায়।
গ্রামের এক কৃষক, সাম্যবাদী নিউজের প্রতিনিধি রেজুয়ান হাসানকে বলেন,
বাঘডী হাওরের প্রায় হাজার খানেক কৃষিজমি এই রাস্তায় যুক্ত হচ্ছে। ধান, শাকসবজি, ফসল সব কিছু এখন সহজেই হাওর থেকে ঘরে আনা যাবে। সময় বাঁচবে, খরচ কমবে, আর জমির দামও বাড়বে।
পিজাহাতী গ্রামের এই ঐক্যবদ্ধ প্রয়াস শুধু উন্নয়নেরই নয়, বরং একটি আদর্শ সমাজবোধের প্রতিচ্ছবি। কারো কোনো বাধ্যবাধকতা নয়, স্বতঃস্ফূর্তভাবে সবাই শ্রম ও সম্পদ দিয়ে এই রাস্তার কাজ করে চলেছেন।
এলাকাবাসী মনে করছেন, এটি শুধু একটি রাস্তা নয় এটি তাদের স্বপ্ন, ঐক্য, এবং প্রজন্মান্তরের উন্নয়নের পথ।
স্থানীয় প্রশাসনের প্রতি গ্রামবাসীর দাবি,
এই উদ্যোগকে প্রাথমিকভাবে সরকারি সহযোগিতা দেওয়া হোক। প্রকৌশল সহায়তা দিলে এটি হতে পারে সারা অঞ্চলের জন্য এক দৃষ্টান্ত।
সাম্যবাদী নিউজ এই ব্যতিক্রমী প্রয়াসের পাশে থেকে ভবিষ্যতেও পিজাহাতী গ্রামের অগ্রগতি তুলে ধরবে।