, বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

খানঁপুরে বৌ নাগিনী মুনার কথায়,ভাই বোনের সম্পত্তি আত্মসাৎ !

  • প্রকাশের সময় : ০৫:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫
  • ৬৩ পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জ সদর থানার খাঁনপুর মোকরবা রোড এ চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। বৌ নাগিনীর কথায় সমস্ত সম্পত্তি আত্মসাৎ করেছেন আপন বড় ভাই আবুল বাশার জনি।

ভদ্র মুখোশধারী অপরাধী অন্যের সম্পদ লোভী, আবুল বাশার জনির অপকর্ম ও অপরাধের অভিযোগ পাওয়া গেছে।

নারায়ণগঞ্জ সদর থানার খাঁনপুর মোকরবা রোড,মৃত হাজী তাহের সাহেবের তৃতীয় পুত্র আবুল বাশার জনি। একটি ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, সম্পদ লোভী। আবুল বাশার জনি, মা হালিমা বেগম, একমাএ বড় বোন কুলসুম আক্তার লাকি। সবশেষে আদরের ছোট ভাই আব্দুর রাকিব সানি। এই তিনজনকেই সমস্ত সম্পদ থেকে কোণঠাসা করে রেখেছে। পাঠক (একনজরে) মৃত হাজ্বী তাহের সাহেবের সম্পত্তির বিবরণ। ঢাকার ইসলামপুর খালেছ মেনশন এ। এম, এস, লাকি বস্ত্রালয়। দোকান নাম্বার #২৮।নারায়ণগঞ্জ সদর থানাধীন কালির বাজার ফ্রেঞ্চ মার্কেটএ একাধিক কাপড়ের দোকান রয়েছে।নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ১১ নং ওয়ার্ড কাউন্সিলর অহিদুল ইসলাম এর কার্যালয়ের পাশে ৮ শতাংশ জমির উপর একটি ৪ তলা ভবন ও একটি টিনশেড বাড়ি। এ হচ্ছে ঢাকা ও নারায়ণগঞ্জের স্থায়ী সম্পত্তির তথ্য। নোয়াখালী গ্রামের বাড়ির পৈএিক সম্পদের পুরো ফিরিস্তি , নোয়াখালী থেকে ঘুরে এসে আগামী প্রতিবেদনে জানাবো।

জনপ্রিয়

খানঁপুরে বৌ নাগিনী মুনার কথায়,ভাই বোনের সম্পত্তি আত্মসাৎ !

প্রকাশের সময় : ০৫:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫

বিশেষ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জ সদর থানার খাঁনপুর মোকরবা রোড এ চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। বৌ নাগিনীর কথায় সমস্ত সম্পত্তি আত্মসাৎ করেছেন আপন বড় ভাই আবুল বাশার জনি।

ভদ্র মুখোশধারী অপরাধী অন্যের সম্পদ লোভী, আবুল বাশার জনির অপকর্ম ও অপরাধের অভিযোগ পাওয়া গেছে।

নারায়ণগঞ্জ সদর থানার খাঁনপুর মোকরবা রোড,মৃত হাজী তাহের সাহেবের তৃতীয় পুত্র আবুল বাশার জনি। একটি ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, সম্পদ লোভী। আবুল বাশার জনি, মা হালিমা বেগম, একমাএ বড় বোন কুলসুম আক্তার লাকি। সবশেষে আদরের ছোট ভাই আব্দুর রাকিব সানি। এই তিনজনকেই সমস্ত সম্পদ থেকে কোণঠাসা করে রেখেছে। পাঠক (একনজরে) মৃত হাজ্বী তাহের সাহেবের সম্পত্তির বিবরণ। ঢাকার ইসলামপুর খালেছ মেনশন এ। এম, এস, লাকি বস্ত্রালয়। দোকান নাম্বার #২৮।নারায়ণগঞ্জ সদর থানাধীন কালির বাজার ফ্রেঞ্চ মার্কেটএ একাধিক কাপড়ের দোকান রয়েছে।নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ১১ নং ওয়ার্ড কাউন্সিলর অহিদুল ইসলাম এর কার্যালয়ের পাশে ৮ শতাংশ জমির উপর একটি ৪ তলা ভবন ও একটি টিনশেড বাড়ি। এ হচ্ছে ঢাকা ও নারায়ণগঞ্জের স্থায়ী সম্পত্তির তথ্য। নোয়াখালী গ্রামের বাড়ির পৈএিক সম্পদের পুরো ফিরিস্তি , নোয়াখালী থেকে ঘুরে এসে আগামী প্রতিবেদনে জানাবো।