, শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

মিশরে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ৬ জুন

  • প্রকাশের সময় : ০৫:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫
  • ৫১ পড়া হয়েছে

লেখক জাহেদুল ইসলাম আল রাইয়ান,মিশর;

মিশরে ১৪৪৬ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। দেশটির জাতীয় চাঁদ দেখা কমিটি মঙ্গলবার (২৭ মে) সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে যে, আগামীকাল বুধবার (২৮ মে) থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। সে অনুযায়ী, পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে আগামী ৬ জুন (শুক্রবার)।

মিশরের দারুল ইফতার ঘোষণায় জানানো হয়, মঙ্গলবার সন্ধ্যায় কায়রোর আকাশে নতুন চাঁদ স্পষ্টভাবে দেখা গেছে। এর ফলে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের মতো মিশরেও ২৮ মে থেকে জিলহজ মাস শুরু হচ্ছে। ইসলামি ক্যালেন্ডার অনুসারে, ১০ জিলহজ মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব—ঈদুল আজহা—পালিত হয়।

মিশরের ন্যাশনাল ইনস্টিটিউট ফর অ্যাস্ট্রোনমিক্যাল অ্যান্ড জিওফিজিক্যাল রিসার্চ (NRIAG) পূর্বেই জানিয়েছিল, ২৭ মে বিকেলে চাঁদের অবস্থান অনুযায়ী চাঁদ দেখার সম্ভাবনা রয়েছে। তাদের সেই পূর্বাভাসই বাস্তবে পরিণত হয়েছে।

ঈদুল আজহা মূলত মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হজরত ইব্রাহিম (আ.)-এর আত্মত্যাগের স্মরণে পালিত হয়। এই দিন মুসলিমরা পশু কোরবানি করেন এবং তা সমাজের দরিদ্র ও অসহায় মানুষের মাঝে বণ্টন করেন।

চাঁদ দেখা যাওয়ার পর মিশারজুড়ে ঈদের প্রস্তুতি এখন তুঙ্গে। কায়রোসহ বিভিন্ন শহরের বাজারে কোরবানির পশু কেনাবেচা চলছে জমজমাটভাবে। মসজিদগুলোতেও ঈদের জামাত আয়োজনের প্রস্তুতি শুরু হয়েছে।

উল্লেখ্য, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও ইন্দোনেশিয়াতেও একই দিন চাঁদ দেখা যাওয়ায় এসব দেশেও ৬ জুন ঈদুল আজহা উদযাপন করা হবে। ফলে এ বছর বিশ্বের অধিকাংশ মুসলিম দেশ একই দিন পবিত্র কোরবানির ঈদ উদযাপন করবে।

জনপ্রিয়

মিশরে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ৬ জুন

প্রকাশের সময় : ০৫:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫

লেখক জাহেদুল ইসলাম আল রাইয়ান,মিশর;

মিশরে ১৪৪৬ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। দেশটির জাতীয় চাঁদ দেখা কমিটি মঙ্গলবার (২৭ মে) সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে যে, আগামীকাল বুধবার (২৮ মে) থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। সে অনুযায়ী, পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে আগামী ৬ জুন (শুক্রবার)।

মিশরের দারুল ইফতার ঘোষণায় জানানো হয়, মঙ্গলবার সন্ধ্যায় কায়রোর আকাশে নতুন চাঁদ স্পষ্টভাবে দেখা গেছে। এর ফলে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের মতো মিশরেও ২৮ মে থেকে জিলহজ মাস শুরু হচ্ছে। ইসলামি ক্যালেন্ডার অনুসারে, ১০ জিলহজ মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব—ঈদুল আজহা—পালিত হয়।

মিশরের ন্যাশনাল ইনস্টিটিউট ফর অ্যাস্ট্রোনমিক্যাল অ্যান্ড জিওফিজিক্যাল রিসার্চ (NRIAG) পূর্বেই জানিয়েছিল, ২৭ মে বিকেলে চাঁদের অবস্থান অনুযায়ী চাঁদ দেখার সম্ভাবনা রয়েছে। তাদের সেই পূর্বাভাসই বাস্তবে পরিণত হয়েছে।

ঈদুল আজহা মূলত মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হজরত ইব্রাহিম (আ.)-এর আত্মত্যাগের স্মরণে পালিত হয়। এই দিন মুসলিমরা পশু কোরবানি করেন এবং তা সমাজের দরিদ্র ও অসহায় মানুষের মাঝে বণ্টন করেন।

চাঁদ দেখা যাওয়ার পর মিশারজুড়ে ঈদের প্রস্তুতি এখন তুঙ্গে। কায়রোসহ বিভিন্ন শহরের বাজারে কোরবানির পশু কেনাবেচা চলছে জমজমাটভাবে। মসজিদগুলোতেও ঈদের জামাত আয়োজনের প্রস্তুতি শুরু হয়েছে।

উল্লেখ্য, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও ইন্দোনেশিয়াতেও একই দিন চাঁদ দেখা যাওয়ায় এসব দেশেও ৬ জুন ঈদুল আজহা উদযাপন করা হবে। ফলে এ বছর বিশ্বের অধিকাংশ মুসলিম দেশ একই দিন পবিত্র কোরবানির ঈদ উদযাপন করবে।