📅 দৈনিক সাম্যবাদী নিউজ ডেস্ক| সর্বশেষ হালনাগাদ:
ঢাকা: দৈনিক পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া এখন আর ঝামেলার কাজ নয়। সময়ের সাথে পাল্লা দিয়ে একদল উদ্যমী তরুণ তৈরি করেছে ‘প্রচারক’, একটি অনলাইন ভিত্তিক প্ল্যাটফর্ম, যা ঘরে বসেই সহজে এবং দ্রুত পত্রিকায় বিজ্ঞাপন দেওয়ার সুযোগ করে দেয়।
এখন আর বিজ্ঞাপনী এজেন্টদের অফিসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হবে না। ডিজাইনের ভুল বা কমিউনিকেশন গ্যাপে আর সময় ও টাকা নষ্ট নয়। ‘প্রচারক’-এর মাধ্যমে আপনি ঘরে বসে মাত্র কিছু ক্লিকে আপনার কাঙ্ক্ষিত বিজ্ঞাপনটি দেশের যেকোনো পত্রিকায় প্রকাশ করতে পারবেন।
কেন বেছে নেবেন ‘প্রচারক’?
🔹 সহজ ইন্টারফেস: ঘরে বসেই মোবাইল বা কম্পিউটার থেকে বিজ্ঞাপন জমা দেয়া যাবে।
🔹 দক্ষ ডিজাইনারদের নেটওয়ার্ক: ক্লায়েন্ট চাইলে অভিজ্ঞ গ্রাফিক ডিজাইনারের কাজ দেখে নিজের মত ডিজাইনার নির্বাচন করতে পারবেন। ডিজাইনার বাছাই করার আগে ‘প্রচারক’ তাদের পত্রিকায় পূর্বপ্রকাশিত ৩টি কাজ যাচাই করে।
🔹 বিভিন্ন ধরনের বিজ্ঞাপন: আপনি চাইলে ডিসপ্লে বিজ্ঞাপন ছাড়াও শ্রেণীবদ্ধ বিজ্ঞাপন যেমন:
পাত্র-পাত্রী চাই
ক্রয়-বিক্রয় (বাড়ি, জমি, গাড়ি)
ভাড়া বিজ্ঞাপন (বাড়ি, দোকান, অফিস)
লোক নিয়োগ বিজ্ঞাপন (স্কুল, কলেজ, কোম্পানি)
হারানো বিজ্ঞাপন (সার্টিফিকেট, পাসপোর্ট, ইত্যাদি)
সংশোধনী বিজ্ঞাপন
নিখোঁজ, মৃত্যুবার্ষিকী, শুভেচ্ছা বার্তা
টিউটর চাওয়া/দেওয়া
বিনিয়োগকারী খোঁজা ইত্যাদি – সব কিছুই দিতে পারবেন।
🔹 উদাহরণসহ বিজ্ঞাপন লেখার গাইড: যারা জানেন না বিজ্ঞাপন কীভাবে লিখতে হয়, তাদের জন্য প্রচারকের ওয়েবসাইটে আছে বিজ্ঞাপন লেখার নমুনা। এখান থেকে দেখে আপনি নিজেও সহজে লিখে ফেলতে পারবেন।
প্রচারকের লক্ষ্য ও ভিশন
প্রচারকের প্রধান নির্বাহী কর্মকর্তা হাসান মোস্তাফিজুর রহমান বলেন,
> “আমরা চাই একজন সাধারণ মানুষও যেন ঘরে বসে তার প্রয়োজনীয় বিজ্ঞাপন দেশের যেকোনো পত্রিকায় দিতে পারেন, সহজে, দ্রুত এবং স্বল্প ব্যয়ে। দেশের সব শ্রেণীবদ্ধ বিজ্ঞাপনকে এক প্ল্যাটফর্মে আনা আমাদের মূল উদ্দেশ্য।
যোগাযোগের ঠিকানা ও হোয়াটসঅ্যাপ নম্বর
📱 হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন: ০১৯১৬-৫২৮০৯৪
🌐 বিস্তারিত জানতে ভিজিট করুন: [https://www.dainiksamyabadinews.com/
ফেসবুক পেইজ লিংক https://www.facebook.com/samyabadlNewsdesk
🔍 সার্চ করার সময় কীভাবে খুঁজবেন?
যদি আপনি গুগলে এই ধরনের কিছু লিখেন:
সাশ্রয়ী বিজ্ঞাপন ডিজাইন তাহলে ‘প্রচারক’ সম্পর্কিত এই প্রতিবেদন আপনার সামনে চলে আসবে।