মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো :
খুলনা ইজিবাইকের ধাক্কায় নারী ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। বুধবার ৯ টার দিকে নগরীর লবনচরা থানাধীন মোহাম্মাদ নগর বিশ্বরোডে এ ঘটনা ঘটে। নিহত নারী ব্যাংক কর্মকর্তা বটিয়াঘাটা উপজেলা ও লবনচরা থানাধীন মদিনা সড়কের বাসিন্দা আফরোজা আম্বিয়া খানম (৪৩)। তিনি সোনালী ব্যাংক খুলনা নিউমার্কেট শাখায় প্রিন্সিপাল অফিসার হিসেবে কর্মরত ছিলেন। প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সুত্রে জানা্গেছে, রাত ৯ টার দিকে ব্যাংকের কাজ শেষ করে তিনি বাড়ি ফিরছিলেন। বিশ্বরোড পার হওয়ার সময়ে একটি ইজিবাইক সাজোরে ধাক্কা দিলে রাস্তায় লুটিয়ে পড়েন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা: শামীম।