মোফাজ্জল হোসেন ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:
সারাদেশের ন্যায় স্কুল এবং মাদ্রাসা কর্মচারীদের বোনাসের যে বৈষম্য তৈরি হয়েছে তার বিরুদ্ধে মানববন্ধন করেছেন দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রামেশ্বরপুর দারুল হুদা ফাজিল মাদ্রাসার কর্মচারীরা।
বৃহস্পতিবার (২৯ মে) ঘোড়াঘাটের রামেশ্বরপুর দারুল হুদা ফাজিল মাদ্রাসার মূল গেটে এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। কর্মচারীরা কালো ব্যাচ পরিহিত অবস্থায় এই কর্মসূচীতে অংশগ্রহন করে তাদের দাবি জানায়।
এ মানববন্ধন কর্মসূচীতে বক্তারা অভিযোগ করেন যে, বোনাসের ক্ষেত্রে শিক্ষকদের মূলায়ণ করা হলেও কর্মচারীদের এখানে উপেক্ষা করা হয়েছে। কর্মচারীদের বোনাস বাড়ার কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এতে তারা বৈষম্যের শিকার হচ্ছে।
রামেশ্বরপুর মাদ্রাসার অফিস সহকারী রেজেনা পারভীন বলেন, সারাদেশে যে বোনাস বৈষ্যমের জন্য কর্মবিরতি চলতেছে তার সমর্থনে আমাদের আজকের এ মানববন্ধন। আমরা আজকে সকল কর্মচারী একত্রিত হয়েছি কারণ আমরা কর্মচারীরা বৈষম্যের শিকার।
সারাদেশে সকল শিক্ষকদের ২৫% বোনাস বৃদ্ধি করা হলো কিন্তু কর্মচারীদের কথা কেউ বললো না। কর্মচারীদের মধ্যে এসএসসি, এইচএসসি, এবং মাস্টার্স পাশের ও আছে। আমরা কর্মচারীরা অনেক পরিশ্রম করে যাই কিন্তু আমরা সেই মর্যাদা পাই না। আমরা জোর দাবি জানাচ্ছি আমাদের কর্মচারীদের
এই বৈষম্য দূর করতে হবে।
রামেশ্বপুর মাদ্রাসার ৪র্থ গ্রেডের কর্মচারী আরিফ বলেন, সারাদেশের মাদ্রাসা, স্কুল এবং কলেজের কর্মচারীদের দাবি ছিলো বোনাস শতভাগ করার কিন্তু সেটা না করে শুধু শিক্ষদের বোনাস ২৫% করা হলো । কর্মচারীদের জন্য কিছু করা হলো না। যে কর্মকর্তারা শিক্ষক এবং কর্মচারীর মধ্যে এই বৈষম্য
সৃষ্টি করলো তারা কি এই সরকারের ভালো চায়? তারা শিক্ষক এবং কর্মচারীর মধ্যে দূরত্ব তৈরি করে আবার ও বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করতেছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানায়। তিনি আরো বলেন, যারা এই কমিটির হয়ে শুধু শিক্ষকদের বোনাসের প্রস্তাব দিয়েছে তারা স্বৈরাচারের দোষর এবং ভুয়া।
আমরা আমাদের এই দাবি প্রধান উপদেষ্টাসহ সকল রাজনৈকিতদল গুলোকে জানায়। আমাদের দাবির ন্যায অধিকার চাই।
এ মানববন্ধনে রামেশ্বরপুর দারুল হুদা ফাজিল মাদ্রাসার সকল কর্মচারী এবং শিক্ষকসহ ছাত্রছাত্রীরাও উপস্থিত ছিলেন।