
মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো :
বিএনপি তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, মহান সাধীনতার পর জাতি যখন চরম হতাশায় নিমজ্জিত, নেতৃত্ব যখন দিশাহীন – ঠিক সে সময়েই আবির্ভাব ঘটে জিয়াউর রহমানের। তার নেতৃত্বে এক নতুন সম্ভাবনার দুয়ার খুলে যায়। বাংলাদেশের জনগন তখন নতুন করে নিজেদের আত্ম পরিচয় খুজে পেতে শুরু করে। শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের ব্যক্তিত্ত্ব ছিল শক্তিশালী, ভাবনায় ছিল সচ্ছতা আর চিন্তায় ছিল দেশ প্রেম। সততা কর্তব্য নিষ্ঠা এবং ত্যাগের যে উদাহরণ তিনি রেখেছেন, তা আজও কোটি মানুষকে আলোড়িত করে। একজন সৈনিকের মত দৃঢ়চেতা মন নিয়ে তিনি আত্ম নিয়োগ করেন দেশ গঠনের কাজে। শুক্রবার ৩০ মে সকাল সাড়ে ১০ টায় নগরীর কেডি ঘোষ রোডস্থ বিএনপি কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক প্রেসিডেন্ট ও বহুদলীয় গণতন্ত্রের পুর্ন প্রবর্তক জিয়াউর রহমান বীর উত্তমের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর বিএনপি ৫ ( পাঁচ) দিনের কর্মসুচির তৃতীয় দিনে বিশেষ দোয়া পুর্বক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ১৯৭১ সালের ২৬ মার্চ রাতে ইতিহাসের বাকবদলের সময় জিয়াউর রহমান কণ্ঠে তুলে নেন সেই ঐতিহাসিক ঘোষণা, ” উই রিভোল্ট ” আই মেজর জিয়া, ডিক্লিয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অব বাংলাদেশ ” শুধু ঘোষণায় থেমে থাকেন নি, সম্মুখ যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন একজন সেক্টর কমান্ডার হিসেবে। সাধীনতার পর দেশের পুর্নগঠনে নিজেকে উজার করে দিয়েছেন। ক্ষমতা নয়, দেশের কল্যান ছিল তার একমাত্র লক্ষ্য। ১৯৭৫ সালের ১৫ আগষ্টের ঘটনার পর যখন জাতি দিশেহারা, ঠিক তখনই দৃঢ়তা নিয়ে আবির্ভুত হন জিয়াউর রহমান। উচ্চাভিলাষী সেনা অফিসার নন, বরং জাতীয় প্রয়োজন মেটাতে উদিত হয়েছিলেন তিনি। বিভিন্ন রাজনৈতিক মতকে একত্র করে রাস্ট্র পুর্নগঠনে তার ঐক্যবদ্ধ প্রচেষ্টা আজ ইতিহাসের এক উজ্জ্বল অধ্যায়। আলোচনা শেষে শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, খুলনা মহানগর বিএনপি সভাপতি এ্যাড: শফিকুল আলম মনা, খুলনা জেলা বিএনপি আহবায়ক মনিরুজ্জামান মন্টু, সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, এ্যাড: মোমরেজুল ইসলাম, মহানগর বিএনপি সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, মাসুদ পারভেজ বাবু, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, কেএম হুমায়ুন কবির, হাফিজুর রহমান মনি, এ্যাড: শেখ মোহাম্মদ আলী বাবু, মুর্শিদ কামাল, কাজী মিজানুর রহমান, মোল্লা ফরিদ আহমেদ, আসাদুজ্জামান আসাদ, হাবিবুর রহমান বিশ্বাস, শেখ ইমাম হোসেন, আবু সাঈদ হাওলাদার আব্বাস, বিপ্লবুর রহমান কুদ্দুস প্রমুখ। এদিকে শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে খালিশপুর থানা যুবদল ও বেবি ট্যাক্সি ইউনিয়নের উদ্যোগে খালিশপুর থানা বিএনপি কার্যালয়ে সকাল ১০ টায় পবিত্র কোরআন খতম ও বাদ আছর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। যুবদল খুলনা মহানগর সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান নয়নের নেতৃত্বে দুস্থদের মাঝে তবারক বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন ১৩ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক আবুল কালাম, সাবেক যুবদল নেতা খায়রুজ্জামান শামীম, মো: বাদল, মো: মাসুদ পারভেজ লিটন, মো: প্রিন্স সহ যুবদলের থানা, ওয়ার্ড ও বেবি ট্যাক্সি শ্রমিক দল সহ বিএনপি বিভিন্ন অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।