জাকিরুল ইসলাম বাবু ,জামালপুর প্রতিনিধি:
অবৈধভাবে মজুত করার অভিযোগে জামালপুরের ইসলামপুর উপজেলায় হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত সরকারি ভিজিডির ৬০৩ বস্তা চাল জব্দ করেছে যৌথ বাহিনী । উদ্ধার শেষে শনিবার রাতে ইসলামপুর থানার এসআই হাবীব বাদী হয়ে ২ জনের নাম উল্লেখ্য ও ৪/৫ জনকে অজ্ঞাত করে বিশেষ ক্ষমতা আইনের ২৫ এর বি ধারায় থানায় মামলা দায়ের করেন।শনিবার (৩১ মে) দুপুর ১২ টায় ইসলামপুর থানার অফিসার ইনচার্জ মো: সাইফুল্লাহ সাইফ বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, শুক্রবার (৩০ মে) রাত ৭ টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর দায়িত্বে থাকা ক্যাপ্টেন আহসান সেরনিয়াবাতের নেতৃত্বে উপজেলার সদর ইউনিয়নের কাচিহারা এলাকার আজগর আলী ও আনোয়ার হোসেনের বাড়ীতে অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী । এ সময় ৬০৩ বস্তা চাল উদ্ধার করা হয়। যৌথ বাহিনীর উপস্থিত টের পেয়ে চাল মজুতকারীরা পালিয়ে যায়।
ইসলামপুর থানার অফিসার ইনচার্জ মো: সাইফুল্লাহ সাইফ জানান, শুক্রবার সেনাবাহিনীর একটি বিশেষ টিম টহলরত অবস্থায় ছিল। সেনাবাহিনী চাল উদ্ধারের বিষয়টি আমাদের জানালে আমরা ঘটনাস্থলে এসে চাল জব্দ করি। ৬০৩ বস্তায় প্রায় ১৮০৯০ কেজি চাল ছিল। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামী গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। আমরা তদন্ত করে আরো কাউকে জড়িত পেলে আইনের আওতায় নিয়ে আসব।
সেনাবাহিনীর দায়িত্বে থাকা ক্যাপ্টেন আহসান সেরনিয়াবাত জানান, আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে অনুসন্ধান করে দুটি ঘর থেকে ৬০৩ বস্তা চাল উদ্ধার করি। ধারণা করা হয়েছে এখানে আনোয়ার হোসেন ও আজগর আলী নামের দুই ব্যক্তি জড়িত৷ অভিযানে আমাদের সাথে ইসলামপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. রেজোয়ান ইফতেকার উপস্থিত ছিলেন। পরবর্তীতে আমরা পুলিশকে খবর দিয়ে চাল গুলো হস্তান্তর করেছি।