, রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কেন্দুয়ায় LGCRRP প্রকল্পে ধীরগতি ও নিম্নমানের কাজের অভিযোগ। কলমাকান্দায় স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যা। কলমাকান্দায় ১৭ বছর পর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত। ময়মনসিংহে মৃত্তিকার বিভাগীয় কার্যালয় ও গবেষণাগার উদ্বোধন করেন মহাপরিচালক। আগের আমলের সেই মাফিয়াদেরকে একটি রাজনৈতিক দল প্রশ্রয় দিচ্ছে : নাহিদ ইসলাম।  অস্বাভাবিক গরমে ভুগছেন সারাদেশের মানুষ। আপনার ফোনে কোন ভার্সনের LMC বা GCam সাপোর্ট পাবে এবং কিভাবে সেই ভার্সন ডাউনলোড করবেন অতি সহজেই তা দেখে নিন!! জামালপুর সদর পৌরসভার ৮নং ওয়ার্ড দাপুনিয়া জলাশয়ে অর্ধগলিত অজ্ঞত’নামা এক মৃত দেহ উদ্ধার। নিখোঁজ যুবদল নেতা শামীমের পরিবারের পাশে ড. রফিকুল ইসলাম হিলালী।৩ দিনের মধ্যে খোঁজ না মিললে লাগাতার কর্মসূচির হুঁশিয়ারি। ঈশ্বরগঞ্জে গলাকেটে রাকিব হত্যা, মামাতো ভাইসহ অন্যান্য মামলার আসামী গ্রেপ্তার -৬।

বেতন- ভাতা সহ তিন দফা দাবিতে কুয়েট, কর্মকর্তা, কর্মচারীদের মানববন্ধন। 

  • প্রকাশের সময় : ১১:০৮ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫
  • ১০৫ পড়া হয়েছে

মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো :

অবিলম্বে প্রশাসনিক শুন্যতা পুরন, বেতন ভাতা সহ বিশ্ববিদ্যালয়ে বিদ্যমান অচলাবস্থা নিরসনে তিন দফা দাবিতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কুয়েট এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কুয়েট অফিসার্স এসোসিয়েশন, কর্মকর্তা, কর্মচারী সমিতি যৌথভাবে এ মানববন্ধনের আয়োজন করে। আজ ১ লা জুন দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের দুর্বার বাংলা পদদেশে অনুষ্ঠিত এ মানববন্ধনে সভাপতিত্ব করেন কুয়েট অফিসার্স এসোসিয়েশনের সভাপতি মো: মঈনুল হক। এসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রকৌশলী বাদশা মো: হারুনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তব্য রাখেন, কুয়েটের নির্বাহী প্রকৌশলী শেখ আবু হায়াত, কর্মকর্তা সমিতির সভাপতি মো : রোকনুজ্জামান, সাধারণ সম্পাদক মো: আহসান হাবিব, কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মো: হাসিব সরদার প্রমুখ। মানববন্ধনে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি অবিলম্বে বিশ্ববিদ্যালয়ে সৎ যোগ্য, দক্ষ ও কুয়েট বান্ধব একজন উপাচার্য নিয়োগ, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের বেতন ও ঈদের বোনাস দ্রুত প্রদান, বিশ্ববিদ্যালয়ের সাভাবিক প্রশাসনিক কার্যক্রম দ্রুত সচল করার ৩ দফা দাবি উপস্থাপন করেন। মানববন্ধনে বক্তারা বলেন, আমরা এক গভীর সংকট ও চরম হতাশার মধ্যে আজ এখানে দাড়িয়েছি। কুয়েটের মত একটি জাতীয় গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে উপাচার্য নিয়োগ না দেওয়ায় অভিভাবক শুন্য হয়ে পড়েছে। যার ফলশ্রুতিতে প্রশাসনিক অচলাবস্থার সৃষ্টি হয়েছে এবং সর্বোপরি শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বেতন- বোনাস পর্যন্ত বন্ধ হয়ে গেছে। কুয়েটের ইতিহাসে এটি প্রথম ঈদুল আযহা সামনে অথচ প্রতিষ্ঠানের প্রায় সাড়ে ১১শত শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের বেতন ভাতা না দেওয়ায় আমাদের পরিবার গুলো হতাশায় দিন কাটাচ্ছে। বক্তারা বলেন, এটি শুধুমাত্র একটি আর্থিক সংকট নয়, এটি আমাদের মর্যাদা, আমাদের সন্মান, আমাদের ন্যায্য অধিকার হরন করার এক নির্মম উদাহরণ। মানববন্ধনের মাধ্যমে বক্তারা শিক্ষার পরিবেশ দ্রুত ফিরিয়ে এনে সৃষ্ট সংকটের সুষ্ঠু সমাধানে মহামান্য চ্যালেন্সর মহোদয়, বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন ( ইউজিসি) শিক্ষা মন্ত্রনালয়সহ সংশ্লিষ্ট সকলের নিকট দাবি জানান।

জনপ্রিয়

কেন্দুয়ায় LGCRRP প্রকল্পে ধীরগতি ও নিম্নমানের কাজের অভিযোগ।

বেতন- ভাতা সহ তিন দফা দাবিতে কুয়েট, কর্মকর্তা, কর্মচারীদের মানববন্ধন। 

প্রকাশের সময় : ১১:০৮ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫

মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো :

অবিলম্বে প্রশাসনিক শুন্যতা পুরন, বেতন ভাতা সহ বিশ্ববিদ্যালয়ে বিদ্যমান অচলাবস্থা নিরসনে তিন দফা দাবিতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কুয়েট এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কুয়েট অফিসার্স এসোসিয়েশন, কর্মকর্তা, কর্মচারী সমিতি যৌথভাবে এ মানববন্ধনের আয়োজন করে। আজ ১ লা জুন দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের দুর্বার বাংলা পদদেশে অনুষ্ঠিত এ মানববন্ধনে সভাপতিত্ব করেন কুয়েট অফিসার্স এসোসিয়েশনের সভাপতি মো: মঈনুল হক। এসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রকৌশলী বাদশা মো: হারুনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তব্য রাখেন, কুয়েটের নির্বাহী প্রকৌশলী শেখ আবু হায়াত, কর্মকর্তা সমিতির সভাপতি মো : রোকনুজ্জামান, সাধারণ সম্পাদক মো: আহসান হাবিব, কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মো: হাসিব সরদার প্রমুখ। মানববন্ধনে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি অবিলম্বে বিশ্ববিদ্যালয়ে সৎ যোগ্য, দক্ষ ও কুয়েট বান্ধব একজন উপাচার্য নিয়োগ, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের বেতন ও ঈদের বোনাস দ্রুত প্রদান, বিশ্ববিদ্যালয়ের সাভাবিক প্রশাসনিক কার্যক্রম দ্রুত সচল করার ৩ দফা দাবি উপস্থাপন করেন। মানববন্ধনে বক্তারা বলেন, আমরা এক গভীর সংকট ও চরম হতাশার মধ্যে আজ এখানে দাড়িয়েছি। কুয়েটের মত একটি জাতীয় গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে উপাচার্য নিয়োগ না দেওয়ায় অভিভাবক শুন্য হয়ে পড়েছে। যার ফলশ্রুতিতে প্রশাসনিক অচলাবস্থার সৃষ্টি হয়েছে এবং সর্বোপরি শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বেতন- বোনাস পর্যন্ত বন্ধ হয়ে গেছে। কুয়েটের ইতিহাসে এটি প্রথম ঈদুল আযহা সামনে অথচ প্রতিষ্ঠানের প্রায় সাড়ে ১১শত শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের বেতন ভাতা না দেওয়ায় আমাদের পরিবার গুলো হতাশায় দিন কাটাচ্ছে। বক্তারা বলেন, এটি শুধুমাত্র একটি আর্থিক সংকট নয়, এটি আমাদের মর্যাদা, আমাদের সন্মান, আমাদের ন্যায্য অধিকার হরন করার এক নির্মম উদাহরণ। মানববন্ধনের মাধ্যমে বক্তারা শিক্ষার পরিবেশ দ্রুত ফিরিয়ে এনে সৃষ্ট সংকটের সুষ্ঠু সমাধানে মহামান্য চ্যালেন্সর মহোদয়, বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন ( ইউজিসি) শিক্ষা মন্ত্রনালয়সহ সংশ্লিষ্ট সকলের নিকট দাবি জানান।