
মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো :
খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে জোড়াগেট বাজার চত্বরে কোরবানির পশুর হাটের শুভ উদ্ধোধন অনুষ্ঠান আজ বিকালে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, খুলনা বিভাগীয় কমিশনার ও খুলনা সিটি করপোরেশনের প্রশাসক মো: ফিরোজ সরকার। প্রধান অতিথি কোরবানির পশুর হাটের উদ্ধোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, বিভিন্ন স্থান হতে কোরবানির পশুর হাটে আগত পশুর মালিকদের নিরাপত্তা ও অন্যান্য সুযোগ সুবিধা নিশ্চিত করতে বিভিন্ন কমিটি গঠন করে দেওয়া হয়েছে। হাটের ময়লা আবর্জনা পরিস্কার এর বিষয়ে সিটি করপোরেশন তৎপর থাকবে। হাটে প্রয়োজনীয় পানি সরবরাহের বিষয়টি নিশ্চিত করা হবে। গুরুত্বপূর্ণ দায়িত্ব বন্টন করে পৃথক পৃথক কমিটি কাজ করবে। তিনি আরো জানান, হাসিলের ক্ষেত্রে জনগণের দাবির প্রেক্ষিতে এ বছর আমরা গত বছরের তুলনায় ৫ শতাংশ থেকে কম করে ৪ শতাংশে এনেছি। তার পরও আমরা আশা করছি গত বছরের তুলনায় এ বছর বেশি হাসিল আদায় হবে। যা আমরা সরকারি তহবিলে জমা দেবো। এই পশুর হাটে দলমত নির্বিশেষে সবাই আমাদের সহযোগীতা করছে। জাল টাকা সনাক্ত করার ক্ষেত্রে খুলনার বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে। খুলনা সিটি করপোরেশনের সচিব ও পশুরহাট কমিটির আহবায়ক শরীফ আসিফ রহমানের সভাপতিত্বে হাট উদ্ধোধনের সময় পুলিশ, র্যাব, ফায়ার সার্ভিসের কর্মকর্তাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া কর্মীরা উপস্থিত ছিলেন।