
টানা সাত দিনের বৃষ্টিতে তলিয়ে গেল কৃষি জমি , শত শত কৃষকের ধানের জমি তলিয়ে গেছে , লংগদু উপজেলার কাঁচালং নদীর দুই পাশের বহু জমিনের ধান এবং বিভিন্ন ধরনের ফসল নষ্ট হয়ে গেছে গরিব অসহায় কৃষকদের চেহারায় চিন্তার বাজ, কারণ তারা অনেক ঋণ করে । কৃষি জমিতে চাষ করেছিল একদিকে ফসল হারিয়েছে অন্যদিকে ঋণের বোঝা কাঁদে পরেছে, এখন তারা ভেবে পাচ্ছে না কি করবে
সাত দিনের মুষলধারার বৃষ্টির কারণে , শত শত কৃষক নিঃস্ব হয়ে গেল । আমাদের রাঙ্গামাটি জেলায় ২৪ ঘন্টায় ১৪০. ২ মিমি বৃষ্টিপাত হয়েছে এবং রাঙ্গামাটি জেলার বিভিন্ন স্থানে পাহাড় ধসের আশঙ্কা রয়েছে । সাত দিনের মুষলধারে বৃষ্টির কারণে শনিবারে জমে উঠেনি কুরবানির হাট ,বৃষ্টির কারণে হাটে যেতে পারিনি মানুষ , গরুর দাম কম থাকায় । যারা কষ্ট করে গরু লালন পালন করছে , তারা এখন চিন্তায় আছে কি করবে
লেখক পরিচিতি
মোঃ নাজমুল হোসাইন শাওন
শিক্ষার্থী সিযক কলেজ রাঙামাটি
উপজেলা ঃ লংগদু
জেলাঃ রাঙামাটি
মোবাইল ঃ ০১৬৩৮০৬৭১৩৩