মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো :
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আজ সোমবার ২ জুন উপকুলীয় জেলা খুলনাতে প্লাস্টিক দুষন প্রতিরোধে জেলা প্রশাসন খুলনাকে আরও সক্রিয় ও কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবিতে সচেতন নাগরিক কমিটি ( সনাক) খুলনা, টিআইবি, জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের নিকট স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপি অনুষ্ঠানে সনাকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সনাক সভাপতি অধ্যাপক রমা রহমান, সহ সভাপতি গৌরাঙ্গ নন্দী, সনাক সদস্য অধ্যাপক মোহাম্মদ জাফর ইমাম, আলমাস আরা, ইয়েস দলনেতা জয়দ্রত শীল, সদস্য ফারহানা ইয়াসমিন আয়েশা, খাদিজাতুল কুবরা,টিআইবি এর ক্লাস্টার কো- অর্ডিনেটর মো: ফিরোজ উদ্দীন এবং এরিয়া কো- অর্ডিনেটর মো: আব্দুল্লাহ আল মামুন। স্মারকলিপি প্রদান পরবর্তী আলোচনায় জেলা প্রশাসক সনাক এর পক্ষ থেকে উত্থাপিত দাবি সমুহ গুরুত্বের সাথে বিবেচনা এবং কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন বলে উল্লেখ করেন।
প্লাস্টিকের উৎপাদন, ব্যবহার কমানো পুন: নবায়নের ক্ষেত্রে সনাক খুলনার সুপারিশ :
(১)সম্ভাব্য ক্ষেত্র সমুহে প্লাস্টিকের ব্যব্যবহার নিষিদ্ধ বা সীমিত করার পাশাপাশি বায়োডিগ্রেডবল প্লাস্টিকের উৎপাদন ও ব্যবহারকে উৎসাহিত করার লক্ষ্যে প্রনোদনার ব্যবস্থা করতে হবে।
(২) প্লাস্টিকের বেআইনি উৎপাদন, বাজারজাত করন ও ব্যবহার রোধে দুষন- কর আরোপ এবং প্লাস্টিক দুষনের সাথে জড়িত ব্যক্তি, প্রতিষ্ঠান ও প্রকল্পের বিরুদ্ধে পরিবেশ আইনের সাধীন ও কার্যকর প্রয়োগ নিশ্চিত করতে হবে।
(৩) সিটি কর্পোরেশন ও পৌরসভা কতৃক বর্জ্য আলাদা করে সংগ্রহ, পৃথককরন, পরিবহন,পরিশোধন করতে হবে এবং প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিক উন্নত প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করতে হবে।
(৪) টেকসই উন্নয়ন অভীষ্ট - ১৪ এর অর্জন নিশ্চিতে প্লাস্টিক পন্য হতে নদী ও সমুদ্র দুষন রোধের পাশাপাশি সমুদ্র সম্পদের সংরক্ষন নিশ্চিতে সমুদ্র অধিদপ্তর, কোস্টগার্ড, নৌবাহিনী সহ সংশ্লিষ্ট কতৃপক্ষকে তদারকি কার্যক্রম জোরদার করতে হবে।
(৫) ২০৪০ সালের মধ্যে বাংলাদেশকে প্লাস্টিক দুষন মুক্ত দেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে হবে এবং সেই ঘোষণা ২০২৫ সালের আইএনসি সভা থেকে প্রদান করতে হবে।
(৬) ন্যাশনাল থ্রিআর স্ট্রাটেজি ফর ওয়েস্ট ম্যানেজমেন্ট " কৌশলপত্রটি হালকা নাগাদ ও সংশোধন সহ পরিবেশ সংক্রান্ত বৈশ্বিক প্রতিশ্রুতির আলোকে একটি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা নীতিমালা প্রনয়ন করতে হবে।
(৭) প্লাস্টিক শিল্পের জন্য আমদানি শুল্ক বৃদ্ধি ও অন্যান্য প্রনোদনা হ্রাস করে পুন: প্রক্রিয়াজাতকরনকে উৎসাহিত করতে হবে।
(৮) যত্রত্ত্র প্লাস্টিক ফেলা বন্ধ পরিবেশ দুষন রোধে সাধারণ জনগণের মধ্যে প্লাস্টিকের নেতিবাচক প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে হবে।
(৯) নদী, জলাশয় ও পরিবেশের বিভিন্ন উৎসে থাকা প্লাস্টিক বর্জ্য অপসারণ সহ পরিবেশ সুরক্ষা কার্যক্রমে নাগরিক উদ্যোগকে উৎসাহিত করতে খুলনা জেলা প্রশাসনের পক্ষ থেকে সক্রিয় ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।