
মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো :
অভয়নগরে ভৈরব নদে এমভি জনি সাইফুল- ২ কার্গোর সাথে খোয়াজ ব্যপারী -৪ নামে একটি বালহেডের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বালুবাহী বাল্কহেড ডুবে গেছে। আজ ৩ জুন সকালে উপজেলার নোয়াপাড়া নদী বন্দরের রাজঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে ভৈরব নদে নৌ যান চলাচল বন্ধ রয়েছে। বিআইডব্লিউটিএ কতৃপক্ষ বলছে নৌযান চলাচল সাভাবিক করতে কাজ চলছে। এমভি কিবলাতাইন – ২ কার্গোর মাস্টার এমরান হোসেন বলেন,ঘটনাস্থলের পাশে নোয়াপাড়া গ্রুপের নিজঘাট -৪ এ কার্গো নোঙর করা ছিল। মঙ্গলবার সকাল ৬ টার দিকে খুলনাগামী এমভি জনি সাইফুল -২ কার্গোর সাথে বালুবাহী খোয়াজ ব্যপারী -৪ বাল্কহেডের মুখোমুখি সংঘর্ষ হয়। কিছু সময়ের মধ্যে বাল্কহেডটি নদীর মাঝামাঝি স্থানে ডুবে যায়। পরে জনি সাইফুল – কার্গো খুলনার দিকে চলে যায়। ক্ষতিগ্রস্ত খোয়াজ ব্যপারী -৪ ভলগেটের মাস্টার মনোয়ার বলেন, মঙ্গলবার ভোররাতে নড়াইল জেলার বড়দিয়া থেকে ১৬ হাজার ৪০০ ফুট বিট বালু লোড করে অভয়নগরের উদ্দেশ্য যাত্রা করি। সকাল ৬ টার দিকে রাজগাট এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা এমভি জনি সাইফুল -২ কার্গোর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভলগেটের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। মুহুর্তের মধ্যে বাল্কহেডটি ডুবে যায়। ডুবে যাওয়া বালুর মুল্য প্রায় ৪৫ হাজার টাকা। প্রান বাচাতে বাল্কহেডে থাকা আমরা ৫ জন সাঁতরে নোয়াপাড়া গ্রুপের নিজঘাট -৪ এ আশ্রয় নিয়েছিলাম। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। এব্যাপারে খুলনা বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক ( ভারপ্রাপ্ত) আশরাফ উদ্দিন বলেন, দুর্ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দুর্ঘটনার কারন খতিয়ে দেখা হচ্ছে। ডুবে যাওয়া বালহেড উদ্ধার করা সহ নৌপথে যানচলাচল সাভাবিক করতে কাজ চলছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।