, শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ভৈরব নদে কার্গোর সাথে সংঘর্ষে বালহেড ডুবি, নৌ চলাচল বন্ধ। 

  • প্রকাশের সময় : ০৮:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫
  • ১০৩ পড়া হয়েছে

মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো :

অভয়নগরে ভৈরব নদে এমভি জনি সাইফুল- ২ কার্গোর সাথে খোয়াজ ব্যপারী -৪ নামে একটি বালহেডের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বালুবাহী বাল্কহেড ডুবে গেছে। আজ ৩ জুন সকালে উপজেলার নোয়াপাড়া নদী বন্দরের রাজঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে ভৈরব নদে নৌ যান চলাচল বন্ধ রয়েছে। বিআইডব্লিউটিএ কতৃপক্ষ বলছে নৌযান চলাচল সাভাবিক করতে কাজ চলছে। এমভি কিবলাতাইন – ২ কার্গোর মাস্টার এমরান হোসেন বলেন,ঘটনাস্থলের পাশে নোয়াপাড়া গ্রুপের নিজঘাট -৪ এ কার্গো নোঙর করা ছিল। মঙ্গলবার সকাল ৬ টার দিকে খুলনাগামী এমভি জনি সাইফুল -২ কার্গোর সাথে বালুবাহী খোয়াজ ব্যপারী -৪ বাল্কহেডের মুখোমুখি সংঘর্ষ হয়। কিছু সময়ের মধ্যে বাল্কহেডটি নদীর মাঝামাঝি স্থানে ডুবে যায়। পরে জনি সাইফুল – কার্গো খুলনার দিকে চলে যায়। ক্ষতিগ্রস্ত খোয়াজ ব্যপারী -৪ ভলগেটের মাস্টার মনোয়ার বলেন, মঙ্গলবার ভোররাতে নড়াইল জেলার বড়দিয়া থেকে ১৬ হাজার ৪০০ ফুট বিট বালু লোড করে অভয়নগরের উদ্দেশ্য যাত্রা করি। সকাল ৬ টার দিকে রাজগাট এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা এমভি জনি সাইফুল -২ কার্গোর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভলগেটের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। মুহুর্তের মধ্যে বাল্কহেডটি ডুবে যায়। ডুবে যাওয়া বালুর মুল্য প্রায় ৪৫ হাজার টাকা। প্রান বাচাতে বাল্কহেডে থাকা আমরা ৫ জন সাঁতরে নোয়াপাড়া গ্রুপের নিজঘাট -৪ এ আশ্রয় নিয়েছিলাম। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। এব্যাপারে খুলনা বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক ( ভারপ্রাপ্ত) আশরাফ উদ্দিন বলেন, দুর্ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দুর্ঘটনার কারন খতিয়ে দেখা হচ্ছে। ডুবে যাওয়া বালহেড উদ্ধার করা সহ নৌপথে যানচলাচল সাভাবিক করতে কাজ চলছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জনপ্রিয়

ভৈরব নদে কার্গোর সাথে সংঘর্ষে বালহেড ডুবি, নৌ চলাচল বন্ধ। 

প্রকাশের সময় : ০৮:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫

মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো :

অভয়নগরে ভৈরব নদে এমভি জনি সাইফুল- ২ কার্গোর সাথে খোয়াজ ব্যপারী -৪ নামে একটি বালহেডের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বালুবাহী বাল্কহেড ডুবে গেছে। আজ ৩ জুন সকালে উপজেলার নোয়াপাড়া নদী বন্দরের রাজঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে ভৈরব নদে নৌ যান চলাচল বন্ধ রয়েছে। বিআইডব্লিউটিএ কতৃপক্ষ বলছে নৌযান চলাচল সাভাবিক করতে কাজ চলছে। এমভি কিবলাতাইন – ২ কার্গোর মাস্টার এমরান হোসেন বলেন,ঘটনাস্থলের পাশে নোয়াপাড়া গ্রুপের নিজঘাট -৪ এ কার্গো নোঙর করা ছিল। মঙ্গলবার সকাল ৬ টার দিকে খুলনাগামী এমভি জনি সাইফুল -২ কার্গোর সাথে বালুবাহী খোয়াজ ব্যপারী -৪ বাল্কহেডের মুখোমুখি সংঘর্ষ হয়। কিছু সময়ের মধ্যে বাল্কহেডটি নদীর মাঝামাঝি স্থানে ডুবে যায়। পরে জনি সাইফুল – কার্গো খুলনার দিকে চলে যায়। ক্ষতিগ্রস্ত খোয়াজ ব্যপারী -৪ ভলগেটের মাস্টার মনোয়ার বলেন, মঙ্গলবার ভোররাতে নড়াইল জেলার বড়দিয়া থেকে ১৬ হাজার ৪০০ ফুট বিট বালু লোড করে অভয়নগরের উদ্দেশ্য যাত্রা করি। সকাল ৬ টার দিকে রাজগাট এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা এমভি জনি সাইফুল -২ কার্গোর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভলগেটের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। মুহুর্তের মধ্যে বাল্কহেডটি ডুবে যায়। ডুবে যাওয়া বালুর মুল্য প্রায় ৪৫ হাজার টাকা। প্রান বাচাতে বাল্কহেডে থাকা আমরা ৫ জন সাঁতরে নোয়াপাড়া গ্রুপের নিজঘাট -৪ এ আশ্রয় নিয়েছিলাম। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। এব্যাপারে খুলনা বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক ( ভারপ্রাপ্ত) আশরাফ উদ্দিন বলেন, দুর্ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দুর্ঘটনার কারন খতিয়ে দেখা হচ্ছে। ডুবে যাওয়া বালহেড উদ্ধার করা সহ নৌপথে যানচলাচল সাভাবিক করতে কাজ চলছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।