
মো: রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো :
খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে সবুজ হাওলাদার (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার রাত সাড়ে ১০ টার দিকে নগরীর সোনাডাঙ্গা থানাধীন ময়লাপোতা হরিজন কলোনীতে এ ঘটনা ঘটে। নিহত যুবক সাচিবুনিয়া এলাকার বাসিন্দা হেমায়েতের ছেলে। সোনাডাঙ্গা থানার এস আই আব্দুল হাই বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত যুবক ওয়াসার শ্রমিক হিসেবে কর্মরত ছিল। সে সাচিবুনিয়ার বাসিন্দা। সোনাডাঙ্গা থানাধীন ময়লাপোতা হরিজন কলোনীতে রাতে তার বড় নোনের বাড়িতে বেড়াতে এসেছিল। রাতে সেখান থেকে বের হওয়ার পর ৪/৫ জন যুবক তার ওপর অতর্কিত হামলা করে। এসময়ে ঔই যুবকের হাতে থাকা ধারালো ছুরি দিয়ে তার পেটের নিচে আঘাত করলে সবুজ মাটিতে লুটিয়ে পড়ে। তার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে খুলনা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। পরবর্তীতে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্থানীয়রা এ হত্যাকান্ডের ব্যাপারে কেঊ কোন কথা বলছে না। অপরাধীদের আটকের জন্য অভিযান চলছে এবং তাদের আশপাশের সিসি ফুটেজ গুলো সংগ্রহ করা হচ্ছে। তবে ঘটনাটি মাদক কেন্দ্রিক বলে তিনি আরো জানান।