
মোঃ নাজমুল হোসাইন শাওন লংগদু প্রতিনিধি রাঙামাটি;
গাঁথাছড়া রাস্তা মানুষের জন্য মরন ফাঁদে পরিণত হয়েছে। অনেক আগে ব্রিজ হয়েছে কিন্তু এখানে ঠিক হয়নি
রাস্তাগুলো বিভিন্ন জায়গায় বিপদজনকভাবে রড গুলো বের হয়ে আছে । কিছু কিছু জায়গায় উঁচু হয়ে আছে সেটার কারণে অনেক দুর্ঘটনা ঘটতে পারে । এই রাস্তা দিয়ে গাড়ি চলাচল করতে অনেক সমস্যা হয় ।কিন্তু ঝুঁকি নিয়ে চলাচল করছে গাড়ি , এই রাস্তায় অনেকগুলো দুর্ঘটনার স্বীকার হয়েছে গাড়ি এবং অনেক মানুষ আহত হয়েছে। এ রাস্তা দিয়ে যাতায়াত করে শত শত মানুষ এবং স্কুল, কলেজ, মাদ্রাসার
অনেক ছাত্র-ছাত্রী , প্রসূতি মহিলাদের যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয় এ রাস্তা দিয়ে তখন তাদের অনেক সমস্যা হয় । এই রাস্তায় অনেক গর্ত রয়েছে , গর্ত থাকার কারণে অনেক ঝাকুনি খায় এই ঝাকুনি প্রসূতি মায়ের জন্য অনেক সমস্যা হতে পারে হতে পারে অনেক বড় দুর্ঘটনা , হাসপাতালে যেতে সময় লাগে ১৫ মিনিট কিন্তু রাস্তা খারাপ থাকায় সময় লাগে ৩০ মিনিট , এ রাস্তা দিয়ে স্কুল, কলেজ , মাদ্রাসার অনেক ছাত্র- ছাত্রী যাতায়াত করে । অনেক সময় তাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয় । অনেক ছোট ছোট ছাত্র-ছাত্রী স্কুল, , মাদ্রাসায় যায়। এসব শিশুরা উঁচু হয়ে থাকা রড সাথে বেজে গিয়ে দুর্ঘটনার স্বীকার হয় শুধু এসব ছাত্র – ছাত্রী নয় অনেক বৃদ্ধ এবং মহিলারা এই দুর্ঘটনার শিকার হয় । রাতের আঁধারে চলাচলের সময় সতর্কভাবে চলাচল করতে হয় । কারণ অনেক রড উঁচু হয়ে থাকে। আর বর্ষার সময় আরো বেশি ভোগান্তিতে পড়ে মানুষ , তাই যত দ্রুত সম্ভব এ রাস্তার কাজ করা হোক । এ রাস্তার কাজ হলে উপকৃত হবে শত শত মানুষ আর অসংখ্য স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র – ছাত্রী
তাই আমাদের দাবি একটাই দ্রুত রাস্তাটা করা হোক । এই রাস্তাটা হলো
৬ নং মাইনীমুখ , ০৮ নং গাঁথাছড়া
উপজেলা ঃ লংগদু / জেলা ঃ রাঙামাটি
মোঃ নাজমুল হোসাইন শাওন
লংগদু উপজেলার প্রতিনিধি রাঙামাটি