
মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো :
খুলনায় মিছিল করতে যেয়ে নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামিলীগের ১৩ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে নিজ খামার এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। খুলনা লবনচরা থানা পুলিশ ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো : তৌহিদুজ্জামান এ তথ্য নিশ্চিত করে বলেন, বুধবার দুপুরে নিজ খামার এলাকায় নিষিদ্ধ আওয়ামীলীগের নেতাকর্মীরা মিছিল বের করে। তাৎক্ষনিকভাবে অভিযান চালিয়ে ১৩ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে আরেকজন দৌড়ে পালাতে গিয়ে পা ভেঙে পড়েছিলেন। পরে তাকেও আটক করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অন্য ১২ জনকে থানায় আনা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।