, রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কেন্দুয়ায় LGCRRP প্রকল্পে ধীরগতি ও নিম্নমানের কাজের অভিযোগ। কলমাকান্দায় স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যা। কলমাকান্দায় ১৭ বছর পর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত। ময়মনসিংহে মৃত্তিকার বিভাগীয় কার্যালয় ও গবেষণাগার উদ্বোধন করেন মহাপরিচালক। আগের আমলের সেই মাফিয়াদেরকে একটি রাজনৈতিক দল প্রশ্রয় দিচ্ছে : নাহিদ ইসলাম।  অস্বাভাবিক গরমে ভুগছেন সারাদেশের মানুষ। আপনার ফোনে কোন ভার্সনের LMC বা GCam সাপোর্ট পাবে এবং কিভাবে সেই ভার্সন ডাউনলোড করবেন অতি সহজেই তা দেখে নিন!! জামালপুর সদর পৌরসভার ৮নং ওয়ার্ড দাপুনিয়া জলাশয়ে অর্ধগলিত অজ্ঞত’নামা এক মৃত দেহ উদ্ধার। নিখোঁজ যুবদল নেতা শামীমের পরিবারের পাশে ড. রফিকুল ইসলাম হিলালী।৩ দিনের মধ্যে খোঁজ না মিললে লাগাতার কর্মসূচির হুঁশিয়ারি। ঈশ্বরগঞ্জে গলাকেটে রাকিব হত্যা, মামাতো ভাইসহ অন্যান্য মামলার আসামী গ্রেপ্তার -৬।

আমরা পুরুষরা বৈষম্যর শিকার 

  • প্রকাশের সময় : ১০:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫
  • ১০২ পড়া হয়েছে

বাংলাদেশে সবচেয়ে বড় বৈষম্যের শিকার পুরুষরা , বাংলাদেশে ৮০% পুরুষ স্ত্রীর নির্যাতনের শিকার । কিন্তু পুরুষ কাউকে বলতে পারে না স্ত্রী যদি স্বামী কে তরকারির চামচ গরম করে কপালে বা শরীরে লাগিয়ে দেয়।যদি স্বামীকে স্ত্রী মারধর করে । কাউকে লজ্জায় বলতে পারে না । পুরুষ যদি কাউকে এসব কথা বলে মানুষ তখন তাকে নিয়ে হাসা হাসি করে । আবার অনেকে বলে বউর হাতে মার খেয়ে মানুষকে বলিস তোর শরম করে না । কিন্তু স্ত্রীকে স্বামী যদি এসব করে । তখন সমাজের মানুষ বলে। তোমার স্বামী হচ্ছে একটা অমানুষ , অনেকে বলে নিজের স্ত্রীর গায়ে কিভাবে হাত তোলে , একটু মায়া হয় না। আরো অনেকে বলে স্বামীর নামে মামলা করো তার মা বাবার নামে মামলা করো । এটা সবচেয়ে বড় একটা বৈষম্য পুরুষের ক্ষেত্রে , সব স্ত্রী স্বামীকে এসব করে না । অনেক স্ত্রী আছে স্বামীকে নিজের জীবনে চাইতেও ভালবাসে আর কিছু আছে স্বামীকে নির্যাতন এবং অত্যাচার করে । আরেকটা জিনিস হল কাবিন নামা এ কাবিন নামা জালে অনেক ছেলে আটকে যায়। কারণ একটা ছেলের সমর্থ আছে ০১ লক্ষ টাকা কিন্তু তার কাবিন নামা দেওয়া হয় ১০ লক্ষ / ৫ লক্ষ টাকা যদি স্বামীর সাথে ঝগড়া লাগে তাহলে স্ত্রী হুমকি দেয় কাবিন নামা কত মনে আছে। এটার কারণে অনেক পুরুষ নির্যাতনের শিকার হয় কিন্তু কাউকে বলতে পারে না । যখন সংসার টিকে না তখন সেই ছেলেটার সমর্থ থাকে ০১ লক্ষ টাকা দেওয়ার কিন্তু তার কাবিন নামায় আছে ১০ লক্ষ টাকা , সে পুরুষ শেষ পর্যায়ে বাবা মার বিটা বাড়ি বিক্রি করে কাবিন নামা পরিশোধ করে।এটা ছেলেদের জন্য একটা বড় বোঝা আর জুলুম এই কাবিন নামা আর যৌতুকের মধ্যে কোন পার্থক্য নেই । কাবিন নামা কখনো সুখ দিতে পারে না । যদি মনুষ্যত্ব আর ভালো ফ্যামিলি না হয় তাহলে কখনো সুখ হবে না । সেটা হোক মেয়ে বা ছেলে , বাংলাদেশে বলা হয় পুরুষ মহিলা সমান অধিকার কিন্তু বাস্তবতা তা ভিন্ন, বাস্তবের সাথে কোন মিল নেই ।

আমরা পুরুষরা বৈষম্য থেকে বাঁচতে চাই ।

** পুরুষ নির্যাতনের কিছু দৃশ্য দেওয়া হলো নিচে

** একজন পুলিশ সদস্য স্ত্রীর নির্যাতন সইতে না পেরে আত্মহত্যা করে ।

** অন্যদিকে স্বামীকে স্ত্রী দেশীয় অস্ত্র দিয়ে স্বামীর মাথায় আঘাত করে এবং তার মাথায় ছয়টা সেলাই লাগে ।

মোঃ নাজমুল হোসাইন শাওন

লংগদু প্রতিনিধি রাঙামাটি

জনপ্রিয়

কেন্দুয়ায় LGCRRP প্রকল্পে ধীরগতি ও নিম্নমানের কাজের অভিযোগ।

আমরা পুরুষরা বৈষম্যর শিকার 

প্রকাশের সময় : ১০:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫

বাংলাদেশে সবচেয়ে বড় বৈষম্যের শিকার পুরুষরা , বাংলাদেশে ৮০% পুরুষ স্ত্রীর নির্যাতনের শিকার । কিন্তু পুরুষ কাউকে বলতে পারে না স্ত্রী যদি স্বামী কে তরকারির চামচ গরম করে কপালে বা শরীরে লাগিয়ে দেয়।যদি স্বামীকে স্ত্রী মারধর করে । কাউকে লজ্জায় বলতে পারে না । পুরুষ যদি কাউকে এসব কথা বলে মানুষ তখন তাকে নিয়ে হাসা হাসি করে । আবার অনেকে বলে বউর হাতে মার খেয়ে মানুষকে বলিস তোর শরম করে না । কিন্তু স্ত্রীকে স্বামী যদি এসব করে । তখন সমাজের মানুষ বলে। তোমার স্বামী হচ্ছে একটা অমানুষ , অনেকে বলে নিজের স্ত্রীর গায়ে কিভাবে হাত তোলে , একটু মায়া হয় না। আরো অনেকে বলে স্বামীর নামে মামলা করো তার মা বাবার নামে মামলা করো । এটা সবচেয়ে বড় একটা বৈষম্য পুরুষের ক্ষেত্রে , সব স্ত্রী স্বামীকে এসব করে না । অনেক স্ত্রী আছে স্বামীকে নিজের জীবনে চাইতেও ভালবাসে আর কিছু আছে স্বামীকে নির্যাতন এবং অত্যাচার করে । আরেকটা জিনিস হল কাবিন নামা এ কাবিন নামা জালে অনেক ছেলে আটকে যায়। কারণ একটা ছেলের সমর্থ আছে ০১ লক্ষ টাকা কিন্তু তার কাবিন নামা দেওয়া হয় ১০ লক্ষ / ৫ লক্ষ টাকা যদি স্বামীর সাথে ঝগড়া লাগে তাহলে স্ত্রী হুমকি দেয় কাবিন নামা কত মনে আছে। এটার কারণে অনেক পুরুষ নির্যাতনের শিকার হয় কিন্তু কাউকে বলতে পারে না । যখন সংসার টিকে না তখন সেই ছেলেটার সমর্থ থাকে ০১ লক্ষ টাকা দেওয়ার কিন্তু তার কাবিন নামায় আছে ১০ লক্ষ টাকা , সে পুরুষ শেষ পর্যায়ে বাবা মার বিটা বাড়ি বিক্রি করে কাবিন নামা পরিশোধ করে।এটা ছেলেদের জন্য একটা বড় বোঝা আর জুলুম এই কাবিন নামা আর যৌতুকের মধ্যে কোন পার্থক্য নেই । কাবিন নামা কখনো সুখ দিতে পারে না । যদি মনুষ্যত্ব আর ভালো ফ্যামিলি না হয় তাহলে কখনো সুখ হবে না । সেটা হোক মেয়ে বা ছেলে , বাংলাদেশে বলা হয় পুরুষ মহিলা সমান অধিকার কিন্তু বাস্তবতা তা ভিন্ন, বাস্তবের সাথে কোন মিল নেই ।

আমরা পুরুষরা বৈষম্য থেকে বাঁচতে চাই ।

** পুরুষ নির্যাতনের কিছু দৃশ্য দেওয়া হলো নিচে

** একজন পুলিশ সদস্য স্ত্রীর নির্যাতন সইতে না পেরে আত্মহত্যা করে ।

** অন্যদিকে স্বামীকে স্ত্রী দেশীয় অস্ত্র দিয়ে স্বামীর মাথায় আঘাত করে এবং তার মাথায় ছয়টা সেলাই লাগে ।

মোঃ নাজমুল হোসাইন শাওন

লংগদু প্রতিনিধি রাঙামাটি