, শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

কবিতা পিতৃ ভিটে।

  • প্রকাশের সময় : ১০:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫
  • ১২২ পড়া হয়েছে

কবি তাছলিমা আক্তার মুক্তা;

চলে এলাম বাড়িতে

চার চাকার গাড়িতে,

বাড়ির সামনে রাখলাম

বাড়িতে ঢুকতে থাকলাম ।

এই যে সুন্দর বাড়িটা

কাঁদে একলা একা ,

শহরের বাড়িতে সবাই থাকি

পায়না মানুষের দেখা ।

ভুলে গেছি নিজের ভিটেমাটি

ভুলে গেছি শৈশব ,

গাছের ছায়ার হাত ছানি

পাখিদের কলরব ।

বাড়ির উঠান খানি

দূর্বা ঘাসে ভরপুর ,

ইঁদুর গুলো আমায় দেখে

ছুটে চলে ঘরদোর ।

দখল করে রেখেছে বাড়ি

বড়ো ছোট ইঁদুরে ,

তুলসীবনের বাঘ মনে হয়

বাড়িটাতে এলে পরে ।

জনপ্রিয়

কবিতা পিতৃ ভিটে।

প্রকাশের সময় : ১০:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫

কবি তাছলিমা আক্তার মুক্তা;

চলে এলাম বাড়িতে

চার চাকার গাড়িতে,

বাড়ির সামনে রাখলাম

বাড়িতে ঢুকতে থাকলাম ।

এই যে সুন্দর বাড়িটা

কাঁদে একলা একা ,

শহরের বাড়িতে সবাই থাকি

পায়না মানুষের দেখা ।

ভুলে গেছি নিজের ভিটেমাটি

ভুলে গেছি শৈশব ,

গাছের ছায়ার হাত ছানি

পাখিদের কলরব ।

বাড়ির উঠান খানি

দূর্বা ঘাসে ভরপুর ,

ইঁদুর গুলো আমায় দেখে

ছুটে চলে ঘরদোর ।

দখল করে রেখেছে বাড়ি

বড়ো ছোট ইঁদুরে ,

তুলসীবনের বাঘ মনে হয়

বাড়িটাতে এলে পরে ।