মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো :
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কুয়েট উপাচার্য পদে নিয়োগ দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। মঙ্গলবার ৪ জুন প্রকাশিত ঔই বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের ভিসি পদে আগ্রহী বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে আবেদন আহবান করা হয়েছে। এতে বলা হয়েছে, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কুয়েটে উপাচার্য নিয়োগের জন্য যোগ্য ও আগ্রহী প্রার্থীদের আবেদন করতে হবে। বিস্তারিত যোগ্যতা, শর্তাবলি ও প্রয়োজনীয় তথ্য শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটের (www.shed.gov.bd) নোটিশ বোর্ড মেন্যুতে পাওয়া যাবে। উপাচার্য পদে আবেদন করতে হলে প্রার্থীকে অবশ্যই পিএচডি ডিগ্রিধারী হতে হবে। কুয়েটের জন্য পিএইচডি ডিগ্রি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে হতে হবে। আবেদনকারীর কমপক্ষে ২০ বছরের শিক্ষকতা অথবা ৫ বছরের গবেষণা সহ ১৫ বছরের শিক্ষাকতার অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ খাত - যেমন শিক্ষা পরিকল্পনা, আর্থিক ব্যবস্থা, ছাত্র কল্যান এবং একাডেমিক কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের অভিজ্ঞতাও আবশ্যক। যাদের বিদেশি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক বা প্রশাসনিক দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে, তাদের অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচনা করা হবে। আন্তর্জাতিক জার্নালে উল্লেখযোগ্য সংখ্যক গবেষণা ও প্রকাশনার অভিজ্ঞতা থাকতে হবে এবং আন্তর্জাতিক পরিমন্ডলে পান্ডিত্যপুর্ন সীকৃতি থাকলে সেটিও বাড়তি যোগ্যতা হিসেবে দেখা হবে। আবেদনকারীর বয়স কমপক্ষে ৪৫ বছর হতে হবে। আবেদন পাঠানোর শেষ সময় ২৬ জুন বিকাল ৫ টা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা এবং প্রয়োজনীয় কাগজপত্র সহ আবেদন পাঠাতে হবে সিনিয়র সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা বরাবর । অন্যদিকে কুয়েটেও উপাচার্য অনিশ্চয়তা দেখা দিয়েছে। দায়িত্ব নেওয়ার মাত্র তিন সপ্তাহের মাথায় গত ২২ মে পদত্যাগ করেন অন্তবর্তীকালীন উপাচার্য প্রফেসর ড. মোঃ হযরত আলী। ফলে প্রতিষ্ঠানটি এখনও কার্যত নেতৃত্বশুন্য। এদিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ নিয়ে শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট মহলে গভীর আগ্রহ দেখা দিয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, শিগগিরই মন্ত্রণালয় যোগ্য নেতৃত্ব নিশ্চিত করবে এবং বিশ্ববিদ্যালয় তাদের প্রশাসনিক স্থিতিশীলতা ফিরে পাবে।