
মোহাম্মদ সালাহ উদ্দিন, নেত্রকোনা জেলা ক্রাইম রিপোর্টারঃ
আসছে আগামী ৭ই জুন শনিবার সারাদেশে একযোগে পালিত হবে পবিত্র ঈদুল আযহা (কোরবানির ঈদ)। উক্ত পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নেত্রকোনার কেন্দুয়া উপজেলাবাসী ও সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কেন্দুয়ার কৃতি সন্তান, কেন্দুয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মোতাসিম বিল্লাহ (নুরে আলম জেসি)।
৫ ই জুন বৃহস্পতিবার মোতাসিম বিল্লাহ (নুরে আলম জেসি) এক বিবৃতিতে শুভেচ্ছা বার্তায় বলেন- “ঈদুল আযহা- ত্যাগ, কুরবানি, সহানুভূতি ও মানবতার শিক্ষা দেয়। সমাজে শান্তি-সম্প্রীতি বজায় রাখতে আমাদের সকলকে এই চেতনায় উদ্বুদ্ধ হয়ে কাজ করতে হবে।
তিনি বলেন- “এই ঈদ হোক হিংসা-বিদ্বেষ ভুলে পরস্পরের প্রতি ভালোবাসা ও সহমর্মিতা প্রকাশের দিন। সামর্থ্যবানরা যেন কুরবানির আনন্দ গরিব-দুঃখীর সঙ্গে ভাগাভাগি করেন।
আমি ঈদুল আযহার পবিত্র দিনে সকলের সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করছি, ঈদ মোবারক।