ফাহিম হোসেন রিজু ,ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ঘোড়াঘাটে ঐতিহ্যবাহী ঋষিঘাট গঙ্গা স্নান বারুণী মেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ জুন) সকাল ৬টায় উপজেলার ৩নং সিংড়া ইউনিয়নের চেয়ারম্যান সাজ্জাত হোসেন ঐতিহ্যবাহী ঋষিঘাট মেলা পরিদর্শন করেন। প্রতিবারের মতো ভোর থেকে পূজা-অর্চনা, কীর্তন, গীতা-ভাগবতপাঠ, নারী পুরুষের গঙ্গা স্নান ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এ মেলা অনুষ্ঠিত হয়।
হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী পাপ মুক্তির জন্য হাজার হাজার লোকজন দেশের বিভিন্ন স্থান থেকে এখানে গঙ্গা স্নান করতে আসেন। মেলাকে কেন্দ্র করে ছোট বড়ো বাহারি রকম মাছ, বিভিন্ন রকম ফল, বিভিন্ন আকৃতির মিষ্টি, খেলনা, তালের পাখা, কুলা সহ হরেক রকমের দোকান বসে। এছাড়াও শিশুদের বিনোদনের জন্য মেলাতে বসানো হয় নাগরদোলা। এ উপলক্ষে আশেপাশের হিন্দু সম্প্রদায়ের বাড়িতে চলছে আনন্দ উৎসব।
মেলা কমিটির সাধারণ সম্পাদক বিধান সরকার জানান, কমিটির স্বেচ্ছাসেবী দল, গ্রাম পুলিশ, ঘোড়াঘাট থানা পুলিশের মাধ্যমে বাড়তি নিরাপত্তা সহ সমগ্র মেলাকে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে।
উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ও মেলা কমিটির উপদেষ্টা মনোরঞ্জন মোহন্ত ভুট্টু জানান, এখানে মনি ঋষিদের আগমনে ঋষিঘাট নামকরণ হয়েছে। হিন্দু ধর্মাবলম্বীদের পাপ মোচনের লক্ষে যুগ যুগ ধরে এ গঙ্গা স্নান মেলা অনুষ্ঠিত হয়ে আসছে।