মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো :
টানা চার মাস ধরে চলা খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কুয়েট শিক্ষা কার্যক্রমের অচলাবস্থা নিরসনে এবং আর্থিক কার্যক্রম দ্রুত সচল করতে করনীয় নির্ধারন সম্পর্কে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৫ জুন সকাল সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সন্মেলন কক্ষে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সায়েন্স এ্যান্ড হিউম্যানিটিস বিভাগের ডীন প্রফেসর ড. আবুল কালাম আজাদ। সভায় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের অভ্যন্তরীণ সদস্যবৃন্দ, সকল ডীন, ইন্সটিটিউট প্রধান, পরিচালক, বিভাগীয় প্রধান, পরিচালক,রেজিস্ট্রার, কন্টোলার, প্রধান প্রকৌশলী ও প্রকল্প পরিচালক ( ইআএএ)। সভায় উপস্থিত বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী এবিএম মামুনুর রশিদ বলেন, সভায় বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা কিভাবে সচল করা যায়, শিক্ষা কার্যক্রম কিভাবে দ্রুত শুরু করা যায় এসব সার্বিক বিষয় নিয়ে মিটিংয়ে আলোচনা হয়েছে। সভায় সিদ্ধান্ত মোতাবেক বিশ্ববিদ্যালয় থেকে একটি টিম শিক্ষা উপদেষ্টার সাথে দেখা করার জন্য ঢাকায় যাবে। ঔই টিমে বিশ্ববিদ্যালয়ের সকল ডীন, ইন্সটিটিউট পরিচালক, সিন্ডিকেট সদস্য, এবং রেজিস্ট্রার থাকবেন।রেজিস্ট্রার মহোদয়ের অ্যাপায়েন্টমেন্ট নেওয়ার পর এটা হবে। আগামীকাল না হলেও পরশু টিম ঢাকায় যাবে। এতটুকু সিদ্ধান্ত হয়েছে।