
মোহাম্মদ সালাহ উদ্দিন, নেত্রকোনা জেলা ক্রাইম রিপোর্টারঃ
নেত্রকোনার কেন্দুয়া পৌরসভার বাসস্ট্যান্ড এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ২জনকে অর্থদন্ড আরোপ করা হয়েছে।
১৬ জুন সোমবার সন্ধ্যায় নেত্রকোনার কেন্দুয়া পৌরসভার বাসস্ট্যান্ড এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান চলাকালে চট্রগ্রামগামী বাস কাউন্টারের দায়িত্বে থাকা দুই ব্যাক্তিকে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রত্যেক ব্যাক্তিকে ৪০,০০০/- করে অর্থদন্ড আরোপ করা হয়।
অর্থদন্ড আসামীরা হলেন-
১/ হাদিস মিয়া (৫০)( টিকিট মাষ্টার)
২/ মোঃ জাহাঙ্গীর আলম (৪০) (ভারপ্রাপ্ত টিকিট মাষ্টার)।
স্হানীয়ভাবে কথা বলে জানা যায়- শাহ্ সুলতান হোটেল এর সাথে চট্টগ্রাম বাস কাউন্টার টিকিট মাষ্টাররা নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি দামে টিকিট বিক্রি করছে গ্রাহকদের কাছে। সেখানে সেই সময় যৌথবাহিনি তাদের হাতে নাতে ধরে শাহ্ সুলতান হোটেলে নিয়ে জিজ্ঞেসাবাদ করে সত্যতা নিশ্চিত হয়ে প্রতিজনকে ৪০ হাজার টাকা জরিমানা করেন।
বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমদাদুল হক তালুকদারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান- অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ২জনকে গ্রেফতার ও প্রত্যেক ব্যক্তিকে ৪০হাজার টাকা করে অর্থদন্ড আরোপ করা হয়েছে । তিনি আরো বলেন- যদি অনিয়ম অব্যাহত থাকে তবে অভিযানও অব্যাহত থাকবে।
এই অভিযানে কেন্দুয়া বাসস্ট্যান্ড এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।