
জাকিরুল ইসলাম বাবু,জামালপুর প্রতিনিধি;
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে অশালীন কটূক্তির প্রতিবাদে আওয়ামী লীগনেতা আব্দুল জলিলকে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে ১৭জুন, বিকালে জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের বানারেরপাড় হাজির বাজারে এই মানববন্ধনের আয়োজন করে ৯ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ দলের নেতৃবৃন্দ।
ওয়ার্ড বিএনপির সভাপতি সরোয়ার আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন রানাগাছা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ডা. নূরুল ইসলাম, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম দুলাল, ছাত্রদলের সাধারণ সম্পাদক সাকিব হোসাইন, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জাকিরুল্লাহ শিপলু প্রমুখ।
এ সময় বক্তারা বেগম খালেদা জিয়াকে নিয়ে কটূক্তিকারী আওয়ামী লীগনেতা আব্দুল জলিলকে গ্রেপ্তারের দাবি জানান। একই সঙ্গে তার শাস্তির দাবিও জানান তারা।