মদন প্রতিনিধি এ,এম, শফি
মদন উপজেলার ফতেপুর ইউনিয়নের দেওসহিলা গ্রামে সৌরভ নামের (৬ বছরের)এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার সকাল আনুমানিক সাড়ে নয়টার দিকে একটি গোয়াল ঘর থেকে রক্তাক্ত শিশুটির দেহ উদ্ধার করা হয়।
শিশু সৌরভ উপজেলার দেওসহিলার গ্রামের শফিউল্লার একমাত্র ছেলে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ফতেপুর ইউপি চেয়ারম্যান সামিউল হায়দার সফি।
পারিবার ও পুলিশ সূত্রে জানা যায়, শিশু সৌরভ সোমবার ভোরে পাশের বাড়ির গৃহ শিক্ষিকা শাপলা আক্তার নিকট প্রতিদিনের ন্যায় প্রাইভেট পড়তে যায়।
প্রাইভেট পড়িয়া বাড়িতে না আসার কারণে পরিবারের লোকজন তাকে অনেক জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন।
একই গ্রামের বনর চৌধুরীর তার নিজের গরুর গোয়াল ঘর পরিষ্কার করতে যান।
এমন সময় গরুর গোয়াল ঘরের দরজা খুলে শিশুটির রক্তমাখা অবস্থায় তার দেহ পরে থাকতে দেখে ডাক চিৎকার শুরু করলে
লোকজন এগিয়ে আসেন।
পরিবারের সদস্যরা শিশুটিকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে আসার পথে শিশুটি মারা যায়।
বনার চৌধুরীর বাড়ির গোয়াল ঘরের পাশের দোকান জাহাঙ্গীর জানান ভোর ৬.১০মিনিটে ৫০ টাকা নিয়ে আমার দোকান থেকে সিগারেট নিতে আসে সৌরভ নামের শিশুটি পরে সিগারেট নিয়ে চলে যায়।
জাহাঙ্গীরের দোকান থেকে প্রায় ১০ গজ পিছনে গোয়াল ঘর থেকে তার রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়।
ঘটনায় ইউপি সদস্য রফিকুল ইসলাম জানান, শিশু সৌরভ আমার পাশের বাড়ির । আজ সকালে শিশুটি বাড়ি থেকে বের হয়ে প্রাইভেট পড়তে গিয়েছিল।
প্রাইভেট পড়ে বাড়িতে না আসায় পরিবারের লোকজন পাশের বাড়ির বনার চৌধুরীর গোয়াল ঘরে পায় যায় রক্তাক্ত অবস্থায় তার দেহ বিষয়টি খুবই দুঃখ জনক।
আমরা চাই সঠিক তদন্ত করে প্রকৃত দোষিদেকে আইনের আওতায় শাস্তি দাবী করছি।
শিশুটির বাবা শফিউল্লাহ জানান, আমার নিষ্পাপ শিশুটিকে কেন হত্যা করা হয়েছে তা আমি জানি না। আমার জানামতে আমার কাহারও সাথে কোন শত্রুতা নেই। আমি এর সুষ্ঠু বিচার চাই।
মদন থানার (ওসি) নাঈম মুহাম্মদ নাহিদ হাসান জানান, দেওসহিলা বনর চৌধুরীর গোয়াল ঘর থেকে সৌরভ নামে এক শিশুর রক্তাক্ত দেহ পাওয়া গেছে সংবাদ পেয়েছি । আমি ঘটনা স্থলেই আছি পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগে
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।