, রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কেন্দুয়ায় LGCRRP প্রকল্পে ধীরগতি ও নিম্নমানের কাজের অভিযোগ। কলমাকান্দায় স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যা। কলমাকান্দায় ১৭ বছর পর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত। ময়মনসিংহে মৃত্তিকার বিভাগীয় কার্যালয় ও গবেষণাগার উদ্বোধন করেন মহাপরিচালক। আগের আমলের সেই মাফিয়াদেরকে একটি রাজনৈতিক দল প্রশ্রয় দিচ্ছে : নাহিদ ইসলাম।  অস্বাভাবিক গরমে ভুগছেন সারাদেশের মানুষ। আপনার ফোনে কোন ভার্সনের LMC বা GCam সাপোর্ট পাবে এবং কিভাবে সেই ভার্সন ডাউনলোড করবেন অতি সহজেই তা দেখে নিন!! জামালপুর সদর পৌরসভার ৮নং ওয়ার্ড দাপুনিয়া জলাশয়ে অর্ধগলিত অজ্ঞত’নামা এক মৃত দেহ উদ্ধার। নিখোঁজ যুবদল নেতা শামীমের পরিবারের পাশে ড. রফিকুল ইসলাম হিলালী।৩ দিনের মধ্যে খোঁজ না মিললে লাগাতার কর্মসূচির হুঁশিয়ারি। ঈশ্বরগঞ্জে গলাকেটে রাকিব হত্যা, মামাতো ভাইসহ অন্যান্য মামলার আসামী গ্রেপ্তার -৬।

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা,অভিযানে টাকা উদ্ধারসহ ছিনতাইকারী চক্রের সদস্য গ্রেফতার ০৩।

  • প্রকাশের সময় : ১১:১১ পূর্বাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫
  • ৫১ পড়া হয়েছে

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি;

গত ১৬/০৬/২০২৫ তারিখ জাতীয় জরুরী সেবা-৯৯৯ এ জনৈক মোঃ মনিরুল হক কল দিয়ে জানান যে তিনি ছিনতাইকারীর কবলে পড়েছেন।সংবাদ পেয়ে অফিসার ইনচার্জ, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ এর নির্দেশক্রমে ৩নং পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ আবুল হোসেন এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মাসকান্দা এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনার ৫ ঘন্টার মধ্যে ছিনতাইকারী চক্রের ০৩ সদস্যকে গ্রেফতার করেন।

১৬/০৬/২০২৫ তারিখ সন্ধ্যা অনুমান ০৭.০০ ঘটিকায় জনৈক মোঃ মনিরুল হক ব্যাংকের কার্যক্রম শেষে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানাধীন ছোট বাজার থেকে নিজ বাসার উদ্দেশ্যে অটোযোগে রওনা হলে পথিমধ্যে রাত অনুমান ০৮.৩০ ঘটিকায় মাসকান্দা বাসস্ট্যান্ডের অনুমান ২০০/৩০০ গজ দক্ষিণ পাশে ময়মনসিংহ টু দিঘারকান্দা বাইপাসগামী রাস্তার পূর্ব পাশে অটো থেকে নামা মাত্রই ছিনতাইকারীরা আকস্মিকভাবে জনমনে আতংক সৃষ্টি করে তাদের সাথে থাকা ধারালো চাকু বের করে মনিরুল হককে হত্যার ভয় দেখিয়ে নগদ ২০,০০০/-টাকা, SAMSUNG GALAXY F52 মোবাইল, মানিব্যাগ ও মানিব্যাগে রক্ষিত ডেভিট ও ক্রেডিট কার্ড নিয়ে যায়।

উক্ত বিষয়ে মোঃ মনিরুল হক বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় এজাহার দায়ের করিলে কোতোয়ালী মডেল থানার মামলা নং-৫১,তারিখ: ১৭/০৬/২০২৫ খ্রিঃ, ধারা: আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) (সংশোধন) আইন ২০১৯ এর ৪/৫ রুজু হয় এবং গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামীর নাম ও ঠিকানা:

তানভির হাসান ওরফে অন্তর (২৫), পিতা-শরাফ উদ্দিন শরা, সাং-বলাশপুর নয়াপাড়া, মাসকান্দা, কোতোয়ালী, ময়মনসিংহ।

মিলন (২৫), পিতা-আসাদ আলী, মাতা-পারভীন আক্তার, সাং-বলাশপুর নয়াপাড়া, মাসকান্দা, কোতোয়ালী, ময়মনসিংহ।

সাব্বির আহম্মেদ (২৩), পিতা-সাদিকুল ইসলাম, মাতা-মমতাজ বেগম, সাং-রঘুরামপুর শম্ভুগঞ্জ, কোতোয়ালী, ময়মনসিংহ।

উদ্ধারকৃত ছিনতাই হওয়া মালামালের বিবরণ:

১। মানিব্যাগ-০১টি।

২। SAMSUNG GALAXY F52 মোবাইল ফোন-০১টি।

৩। ডেভিট ও ক্রেডিট কার্ড।

৪। নগদ ২০,০০০/- (বিশ হাজার) টাকা।

জনপ্রিয়

কেন্দুয়ায় LGCRRP প্রকল্পে ধীরগতি ও নিম্নমানের কাজের অভিযোগ।

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা,অভিযানে টাকা উদ্ধারসহ ছিনতাইকারী চক্রের সদস্য গ্রেফতার ০৩।

প্রকাশের সময় : ১১:১১ পূর্বাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি;

গত ১৬/০৬/২০২৫ তারিখ জাতীয় জরুরী সেবা-৯৯৯ এ জনৈক মোঃ মনিরুল হক কল দিয়ে জানান যে তিনি ছিনতাইকারীর কবলে পড়েছেন।সংবাদ পেয়ে অফিসার ইনচার্জ, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ এর নির্দেশক্রমে ৩নং পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ আবুল হোসেন এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মাসকান্দা এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনার ৫ ঘন্টার মধ্যে ছিনতাইকারী চক্রের ০৩ সদস্যকে গ্রেফতার করেন।

১৬/০৬/২০২৫ তারিখ সন্ধ্যা অনুমান ০৭.০০ ঘটিকায় জনৈক মোঃ মনিরুল হক ব্যাংকের কার্যক্রম শেষে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানাধীন ছোট বাজার থেকে নিজ বাসার উদ্দেশ্যে অটোযোগে রওনা হলে পথিমধ্যে রাত অনুমান ০৮.৩০ ঘটিকায় মাসকান্দা বাসস্ট্যান্ডের অনুমান ২০০/৩০০ গজ দক্ষিণ পাশে ময়মনসিংহ টু দিঘারকান্দা বাইপাসগামী রাস্তার পূর্ব পাশে অটো থেকে নামা মাত্রই ছিনতাইকারীরা আকস্মিকভাবে জনমনে আতংক সৃষ্টি করে তাদের সাথে থাকা ধারালো চাকু বের করে মনিরুল হককে হত্যার ভয় দেখিয়ে নগদ ২০,০০০/-টাকা, SAMSUNG GALAXY F52 মোবাইল, মানিব্যাগ ও মানিব্যাগে রক্ষিত ডেভিট ও ক্রেডিট কার্ড নিয়ে যায়।

উক্ত বিষয়ে মোঃ মনিরুল হক বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় এজাহার দায়ের করিলে কোতোয়ালী মডেল থানার মামলা নং-৫১,তারিখ: ১৭/০৬/২০২৫ খ্রিঃ, ধারা: আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) (সংশোধন) আইন ২০১৯ এর ৪/৫ রুজু হয় এবং গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামীর নাম ও ঠিকানা:

তানভির হাসান ওরফে অন্তর (২৫), পিতা-শরাফ উদ্দিন শরা, সাং-বলাশপুর নয়াপাড়া, মাসকান্দা, কোতোয়ালী, ময়মনসিংহ।

মিলন (২৫), পিতা-আসাদ আলী, মাতা-পারভীন আক্তার, সাং-বলাশপুর নয়াপাড়া, মাসকান্দা, কোতোয়ালী, ময়মনসিংহ।

সাব্বির আহম্মেদ (২৩), পিতা-সাদিকুল ইসলাম, মাতা-মমতাজ বেগম, সাং-রঘুরামপুর শম্ভুগঞ্জ, কোতোয়ালী, ময়মনসিংহ।

উদ্ধারকৃত ছিনতাই হওয়া মালামালের বিবরণ:

১। মানিব্যাগ-০১টি।

২। SAMSUNG GALAXY F52 মোবাইল ফোন-০১টি।

৩। ডেভিট ও ক্রেডিট কার্ড।

৪। নগদ ২০,০০০/- (বিশ হাজার) টাকা।