
মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো : খুলনায় চরমপন্থী নেতা এবং দিঘলিয়া উপজেলা আওয়ামীলীগের সদস্য নাসিমকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলায় ২৬ জনের নাম উল্লেখ করে আসামী করা হয়েছে অজ্ঞাত পরিচয়ে আরো ২৫-৩০ জনকে। বৃহস্পতিবার দুপুরের দিকে থানায় মামলাটি করা হয়। এ ঘটনার পর অভিযান চালিয়ে এজাহারভুক্ত দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ব্যক্তিরা হলেন, দিঘলিয়া উপজেলার ফরমাইশখানা এলাকার বাসিন্দা রেজাউল করিম এবং আল মামুন। স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যা ৬ টার দিকে দিঘলিয়া থানার কয়েকজন অফিসার চরমপন্থী নেতা নাসিমের অবস্থান জানতে পেরে ৫০-৬০ জন সেখানে উপস্থিত হয়ে পুলিশের কাছ থেকে নাসিমকে ছিনিয়ে নেয়। পরবর্তী নাসিম সেখান থেকে সটকে পড়ে। পুলিশ তাকে আর গ্রেফতার করতে পারেনি। এ ঘটনার পর পর সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জানতে চাইলে দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ ওসি এইচ এম শামিম বলেন, নাসিম এক সময়ে পুর্ব বাংলার সক্রিয় সদস্য ছিলেন। পরবর্তীতে তিনি আওয়ামীলীগে যোগদান করেন। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে দুটি হত্যা মামলা রয়েছে। তিনি আরো বলেন, গেল ৫ আগষ্ট পরবর্তী তার বিরুদ্ধে দিঘলিয়া থানায় নাশকতার মামলা হয়। সেই মামলায় তাকে গ্রেফতারের জন্য থানা থেকে কয়েকজন অফিসার উপজেলার গোলাঘাট এলাকায় গেলে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে। সরকারি কাজে বাঁধা দেওয়ার অভিযোগে সেনহাটি পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই তাজুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় ২৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয়ে আরো ২৫-৩০ জনকে আসামি করা হয়েছে। এঘটনায় দুইজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। নাসিমকে গ্রেফতার করতে সম্ভাব্য স্থানে অভিযান চালানো হচ্ছে।